jamdani

নতুন কি আসতে চলেছে ইমন-নীলাঞ্জনের কাছে?

ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষ। সুরের সঙ্গে ঘর বাঁধা দুটো মানুষ। তাঁদের ঘরে সুরের রোজকার যাওয়া-আসা। লকডাউনে কারোরই মন ভাল নেই। তাই এবার মন ভাল করতে একসঙ্গে হাজির শিল্পী দম্পতি। হঠাৎ করেই তৈরি হয়েছে একটি নতুন গান। আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে বলে জানালেন ইমন চক্রবর্তী।

সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটি ছবি শেয়ার করেছেন ইমন। যেখানে লেখা আছে ‘কামিং সুন’। সুরে- ইমন চক্রবর্তী। মিউজিক অ্যারেঞ্জমেন্ট- নীলাঞ্জন ঘোষ। ইমন লিখেছেন, ‘নতুন কিছু খুব তাড়াতাড়িই আসছে’।

 

নতুন কী আসছে? তবে কি কোনও সুখবর! না না সেরকম কিছুই নয়। ইমন নিজেই শেয়ার করলেন, “লকডাউনের আগে এক বেলার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা দুজনে। আমি, নীলাঞ্জন, যে ভাই আমাদের গাড়ি চালায় সে, আর বন্ধু শুভদীপ। আমি আর নীলাঞ্জন একসঙ্গে থাকলে সারাক্ষণই গান বাজনার মধ্যেই থাকতে ভালোবাসি। আমাদের খুব পছন্দের গান বিশাল ভরদ্বাজের কম্পোজিশন, গুলজারের লেখা ‘পানি পানি রে’ সে দিন আমরা শুট করি। শুভদীপ বলল, ক্যামেরাও রয়েছে, তোরাও রেডি, চল গানটা শুট করি। তাই যেতে যেতেই গানটা শুট করেছি। পানাগড়ের জঙ্গলের মধ্যে শুট করা।”

চারপাশে এখন এত নেগেটিভিটি, মানুষের কাজ নেই, আমরা মিউজিশিয়ানরাও বাড়িতে বসে আছি। এই সময় একটা কাজ যদি কিছু মানুষকে আনন্দ দিতে পারে, সেটাই আমাদের প্রচেষ্টা।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes