jamdani

নজর দিন টডলারস-এর হাইজিনে

  • বাচ্চাকে সবসময় ডায়াপার পরিয়ে রাখবেন না। বাইরে বেরনাে এবং ঘুমনাের সময় ছাড়া অন্যান্য সময় সাধারণ প্যান্ট পরান। না হলে এর থেকেও কিন্তু ন্যাপি র্যাশ হতে পারে।
  • কোনও কারণে ন্যাপি র্যাশ হলে হার্বাল অ্যান্টিসেপটিক জলে ফেলে সেই জল দিয়ে বারবার মুছিয়ে দিন।
  • বাচ্চার কথা, ন্যাপি, প্যান্ট ইত্যাদি কাচার পর সবসময় হার্বাল অ্যান্টিসেপ্টিক দেওয়া জলে পাঁচ মিনিট ডুবিয়ে রেখে, নিংড়ে তার পর শুকোতে দিন।।
  • বাচ্চার বয়স আড়াই/ তিন বছর হলে নিজে নিজে কমােড বা পটি-পট ব্যবহার করতে শিখিয়ে দিন। নিজেকে পরিষ্কার করার পদ্ধতিটিও শিখিয়ে দিন এ সময় থেকেই।
  • প্রতিবার পটি করার পর মাইল্ড লিকুইড সােপ দিয়ে হাত ধােয়ার অভ্যাস করান।
  • অনেক বাচ্চাদের থাই-এর পাশ দিয়ে বিশ্রী স্কিন ঘষা খেয়ে রাপচারড হয়ে যায়। বাচ্চা খুব কষ্ট পায় এতে। বডি পাউডার এবং বােরিক পাউডার মিশিয়ে লাগালে উপকার হবে।
  • কর্মরতা মায়েদের অনেক সময়ই আয়ার ওপর নির্ভর করতে হয় বাচ্চার দেখভালের জন্য। আয়া সব ধরনের হাইজিন মেইনটেইন করছে কিনা সে ব্যাপারে সতর্ক থাকুন।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes