jamdani

দূর হোক ব্রণর সমস্যা

সুন্দর মুখের জয় সর্বত্র। আর সেই সুন্দর মুখে যদি কোনও দাগ থাকে, তাহলে কিরকম লাগে। ওই যেমন চাঁদের গায়ে কলঙ্কের মতো। সকাল বেলা ঘুম থেকে উঠেই হঠাৎ নজরে এলো গালে পিম্পলের আবির্ভাব। আর সেই ব্রণ যদি একবার খুঁটে যায়, তাহলে সেই দাগ থেকে যায়। আর সব খুঁত তো মেকআপ দিয়ে ঢাকা যায় না। ব্রণ এবং ব্রণের দাগ কাটাতে রইল কিছু সহজ ও ঘরোয়া উপায়

  • শশার রস, চালের গুঁড়ো ও মধু স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। সপ্তাহে দুই দিন এই প্যাক ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে।  ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর হয়ে যাবে। সেইসঙ্গে খেয়াল রাখতে হবে,  খুব বেশি ব্রণ থাকলে স্ক্রাব করা যাবে না।
  • আবার নিয়মিত গোলাপজলের ব্যবহারেও ব্রণের দাগ কমে যায়। দারুচিনির গুঁড়োর সাথে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ব্রণের ওপর লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ব্রণের সংক্রমণ, চুলকানি এবং ব্যথা অনেকটাই কমে যাবে।
  • রাতে শোয়ার আগে ডিমের সাদা অংশ ব্রণ আক্রান্ত জায়গায় মাসাজ করে সারারাত রাখতে পারেন। এটি আপনার ত্বকের খসখসে ভাব দূর করে। সবচেয়ে ভালো হয় যদি এর সাথে লেবুর রস যোগ করা যায়। আধ ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
  • ব্রণের দাগ সারাতে চিনি দিয়ে স্ক্রাব করতে পারেন। এতে ভালো ফল পাওয়া যায়।
  • ডিমের সাদা অংশও ব্রণের দাগ কমাতে সাহায্য করে।
  • এছাড়া আলুর রস, টক দই, কমলার খোসা, শশা, কোকোনাট অয়েল, পেপে, ডাবের জল ব্রণের দাগ হালকা করতে সাহায্য করে।
  • আর এতেও যদি না সারে। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ ব্যবহার করবেন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes