jamdani

দূর করুন ব্লেমিশেস

সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাবে এবং দূষণজনিত কারণে ত্বকে নানা ধরনের দাগছােপ আসতে পারে। বিশেষত যত বয়স বাড়তে থাকে ততই পিগমেন্টেশন, ফ্ৰেকলস বা ব্লেমিশেস আসতে শুরু করে ত্বকে। এর থেকে বাঁচার প্রধান উপায় সানস্ক্রিন লােশন ও সানস্ক্রিন পাউডার ব্যবহার করা। তবে যাঁদের ত্বকে ইতিমধ্যে অবাঞ্ছিত দাগছােপ এসে গেছে তাঁদের জন্য রইল কিছু ঘরােয়া টিপস।

  • আমন্ড বাদামে আছে ফ্যাটি অ্যাসিড, যা স্কিনকে নারিশ করে। আমন্ড খােলা ছাড়িয়ে বেটে, ঠান্ডা দুধের সঙ্গে মিশিয়ে দাগের ওপর লাগিয়ে নিন উপকার পাবেন।
  • রােদে বেরােলে পিগমেন্টেশন বেড়ে যায়। ডার্ক পিগমেন্টেশন দূর করতে পেয়ারার শাঁস খুব উপকারী। পেয়ারার শাঁস এবং কলা একসঙ্গে মিশিয়ে ভাল করে ব্লেন্ড করে মুখে লাগিয়ে নিন।
  • কটন বলে হােয়াইট ভিনিগার নিয়ে পিগমেন্টেড এরিয়ায় অ্যাপ্লাই করতে পারেন। উপকার পাবেন।
  • মেচেতা বা ফ্ৰেকলস-এর দাগ থেকে মুক্তি পেতে কাঁঠালি কলার খােসা পুড়িয়ে ভাল করে মিহি গুঁড়াে করুন। চায়ের লিকার মিশিয়ে পেস্ট তৈরি করে মেচেতার দাগের ওপর লাগিয়ে রাখুন কুড়ি মিনিট। আলতাে হাতে ধুয়ে ফেলুন শুকিয়ে যাওয়ার পর।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes