jamdani

দূর করুন অবাঞ্ছিত রােম

হাত,পা এবং মুথে কমবেশি কিছু অবাঞ্ছিত রােম থাকে প্রত্যেকেরই। মােমের মতাে মসৃণ হাত বা পা দৃষ্টিনন্দন যতটা অযথা রােম ঠিক তাঁর উলটো। এরজন্য নিয়মিত ওয়াক্সিং যেমন করবেন। তেমনি দরকার কিছু কেয়ারও। নীচে রইল তার কিছু টিপস। 

  • ওয়াক্সিং-এর পর ত্বকের যত্ন নিতে ল্যাভেন্ডার অয়েল, অ্যালােভেরা এবং ক্যালামাইন লােশন মিশিয়ে লাগান।
  • ওয়াক্স করাবেন অবশ্যই দক্ষ হাতের পরিচালনায়। কোল্ড ওয়াক্সের তুলনায় হট ওযাক্সই ভালাে।
  • অল্প রােম থাকলে ওযাক্স-এর পরিবর্তে অর্গানিক হােম রেমেডি অ্যাপ্লাই করতে পারেন। নারকেলের নাডু বানানাের সময় যে তেল হাতে লাগে, সেই তেল রােমের ওপর মাসাজ করলে হালকা রােম দূর হয়ে যায়। ব্লিচও করতে পারেন। ব্লিচিং ঘরােয়া উপাযেও করা যায়। তার জন্য ঘন মধু ও লেবুর রস মিশিয়ে প্রলেপ তৈরি করতে হবে। এই প্রলেপটি সপ্তাহে দু’বার ব্যবহার করতে পারেন। ডিমের সাদা অংশ, চিনি এবং ছাতু মিশিয়ে একটি প্যাক তৈরি করা যায়। এটি ত্বকও ভাল রাখবে এবং মুখের অবাঞ্ছিত রােমও দূর করবে। প্যাকটি পনেরাে মিনিট লাগিয়ে রাখতে হবেতারপর জল দিয়ে হালকা ঘষে তুলতে হবে। এবার মুখ ধুয়ে নিলেই পেয়ে যাবে রােমহীন ঝকঝকে ত্বক।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes