jamdani

দীপিকা পাডুকোন শেয়ার করলেন এক ফ্যানআর্ট মোমেন্ট

সোশ্যাল মিডিয়ায় দীপিকা পাডুকোন সবসময়ই অ্যাক্টিভ। লকডাউনে ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন ফ্যানআর্ট ফ্রাই ডে সিরিজ। দীপিকা তার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ফলোয়ারদের এরকমই কিছু আর্টওয়ার্ক শেয়ার করলেন আজ। যা নেটিজেনদের তাক লাগিয়ে দিল।

আজ দীপিকা তার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটা ছবি শেয়ার করেছেন। যা তাঁর এক ফ্যান তৈরি করেছে। সেই ছবিটাতে দীপিকাকে দেখা যাচ্ছে কালো রঙের এক পোশাকে, যা সবার নজর কেড়েছে।

দীপিকা এখন আলিবাগে ‘শকুন বাত্রা’ ছবির শুটিং-এ ব্যস্ত। তাঁর সঙ্গে অভিনয় করছেন অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী। এরপর তারা শুটিং-এর জন্য গোয়ায় চলে যাবেন। এছাড়াও তাকে দেখা যাবে ‘বাহুবলী’র সিক্যুয়েল-এ প্রভাসের সঙ্গে। রণবীর সিং-এর সঙ্গে দেখা যাবে স্পোর্টস মুভি ‘৮৩’ তে রিল লাইফে কপিল দেবের স্ত্রীর ভূমিকায়।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes