jamdani

দীপাবলিতে হাসি ফোটানোর চেষ্টা ‘‌ক্যাডবেরি সেলিব্রেশনস’‌–এর

দীপাবলি। আলোর উৎসব। একটা বড়ো সেলিব্রেশন সবার কাছে। যেখানে সবাই ভাগীদার হতে পারে আনন্দের। ছোট বড়ো মাঝারি দোকানে আনন্দ জুড়ে যেতে পারে। দীপাবলি সেলিব্রেট করার অধিকার রয়েছে তাঁদেরও। পরিস্থিতির চাপে পড়ে, লকডাউনে সেই অধিকার কেড়ে নিয়েছে সময়। আর এই আনন্দই ফিরিয়ে দিতে পারে ক্যাডবেরি সেলিব্রেশন। নতুন একটি বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, ছোট্ট একটি পরিবার। মা পরিবারের সবাইকে কিছু না কিছু উপহার দিচ্ছেন। দিল্লির দোকান থেকে কানের দুল। ইন্দোর থেকে চশমা। পুনে থেকে শাড়ি। আমেদাবাদ থেকে ঘড়ি।’

লকডাউনের এই সময়ে প্রায় ৬ কোটি ছোট-মাঝারি ব্যবসায়ী এখন ধুঁকছে। রোজগার বন্ধ। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া কেউ সেভাবে কিনছেন না কিছুই।
তাই তাঁদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য ‘ক্যাডবেরি সেলিব্রেশনের’ এই উদ্যোগ। ‘নট জাস্ট এ ক্যাডবেরি অ্যাড’ অর্থাৎ এটি শুধু ‘ক্যাডবেরি সেলিব্রেশনস’ এর বিজ্ঞাপন নয় একটা বড়ো আনন্দ। দোকানের নাম, মালিকের নাম ও নম্বর এবং ঠিকানার ডেটাবেস তৈরি করে। পিনকোডের মাধ্যমে চিহ্নিত করা যাবে সেই দোকানগুলিকে। এবং এই বিজ্ঞাপনে যেই যেই দোকানগুলির নাম রয়েছে, সেগুলি সর্বক্ষণ বদলে যেতে পারে। নিজের শহর ও ঠিকানা অনুযায়ী স্থানীয় দোকানগুলির নাম উঠে আসবে বিজ্ঞাপনে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes