jamdani

ত্বকের যত্ন নিন পুরুষেরাও

বসন্ত শেষ হয়নি এখনও, তার মধ্যেই চড়াও দিয়ে বাড়ছে গরম। আর গরম এলেই প্রত্যেকের অবস্থাই নাজেহাল হয়ে যায়।তবে গরমে ত্বকের যত্নে নারীর পাশাপাশি পুরুষকেও যত্নশীল হতে হবে। জেনে নিন কীভাবে ত্বকের যত্ন নেবেন-

  • গরমে বাইরে বেরোলেই সঙ্গে রাখুন সানস্ক্রিন। সূর্যের তাপ থেকে মুখের ত্বক বাঁচাতে সানস্ক্রিনের ভীষন প্রয়োজন। কি সানস্ক্রিন লাগাবেন, তার জন্য অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
  • বাড়ি থেকে বের হওয়ার আগে এবং ফিরে অবশ্যই ফেস ওয়াশ ব্যবহার করুন।
  • দাড়ি কাটুন নিয়ম করে। তবে গরমের মধ্যে দাড়ি বেশি না কাটাই ভালো।
  • এই গরমেও ত্বক ভীষণ শুষ্ক হয়ে যায়। তাই রোজ অলিভ অয়েল মাখুন। এতে স্কিনের সঙ্গে সঙ্গে দাড়িও হবে মসৃণ।
  • ভিটামিন-ই এবং অ্যালোভেরা ত্বকের জন্য ব্যবহার করুন।
  • সপ্তাহে একদিন ব্যবহার করুন বেসন আর দুধের প্যাক।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes