jamdani

ত্বকের যত্নে মুসুর ডাল

ঘরের কাজে ব্যস্ত অনেকেরই সময় থাকে না নিঃশ্বাস ফেলার। তাই নিজের সৌন্দর্যের প্রতি অবহেলা হয়েই যায় কিছুটা। কিন্তু আমরা রান্না ঘরে থেকেও এমন কিছু ভুলে যাই, যে সেখান থেকেও রূপচর্চা করতে পারি। এরকমই একটি ইনগ্রেডিয়েন্স হলো মুসুর ডাল। এই সুস্বাদু ডালে আপনার ত্বক ও চুল হবে আরও ভালো।

  • ইনস্ট্যান্ট গ্লোয়িং ফেস পেতে মুসুর ডালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন ডিমের সাদা অংশ এবং খানিকটা দুধ। স্নান করতে যাওয়ার আগে মুখে লাগিয়ে নিন এই ফেসপ্যাক। ২০ মিনিট রেখে দেওয়ার পর ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক আপনার ত্বকে এনে দেবে ইন্সট্যান্ট গ্লো। নিয়মিত এই প্যাক ব্যবহারের ফলে আপনার ত্বক হয়ে উঠবে টান টান।
  • অ্যান্টি এজিং ফেস প্যাকের জন্যে সামান্য আখরোট পাউডার বা বেসনের সঙ্গে মিশিয়ে নিন অল্প মুসুর ডাল পাউডার। সামান্য জল দিয়ে প্যাক তৈরি করে মুখে মাখুন। কিছুক্ষণ পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এই প্যাক ট্যান রিমুভ করতে সাহায্য করবে।
  • স্ক্রাবার হিসেবেও মুসুর ডাল খুব উপকারী। সামান্য দুধের সঙ্গে মুসুর ডালের পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করুন। তারপর কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। আপনার মুখে জমে থাকা মৃত কোষ দূর করবে এই প্যাক।
  • অ্যাকনে বা পিম্পলসের সমস্যা থাকলেও চিন্তা কি! মুসুর ডাল আছে তো। মুসুর ডালের সঙ্গে মেশান বিউলি ডালের পাউডার, আমন্ড অয়েল সামান্য গ্লিসারিন এবং সামান্য রোজ ওয়াটার। প্যাক বানিয়ে মুখে মেখে নিন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
  • আপনার ক্লান্ত ত্বককে চনমনে করতে ব্যবহার করুন মুসুর ডালের এই প্যাকটি। এতে মুসুর ডালের সঙ্গে কমলা লেবুর খোসা মিশিয়ে পেস্ট করে প্যাক বানিয়ে নিন। মুখে মাখুন, ২৫ মিনিট পর তুলে ফেলুন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes