jamdani

ত্বকের তৈলাক্ত ভাব? পিম্পলের সমস্যা?

অয়েলি ত্বকের সমস্যা অনেক তবে সেই সমস্যা সমাধানের রয়েছে সহজ উপায়ও 

  • ২০-২৫টি নিমপাতা আর ১০-১৫টি তুলসি পাতা, পরিষ্কার জলে ধুয়ে নিন। 
  • এবার একটি পরিষ্কার কন্টেনারে ২ কাপ জলে এই নিম ও তুলসি পাতা দিয়ে ফোটান যতক্ষন জলের পরিমাণ অর্ধেক হয়। 
  • ঠান্ডা হয়ে গেলে ঘেঁকে নিয়ে একটি কাচের স্প্রে বােতলে ভরে ফ্রিজে স্টোর করুন। দিনে ২-৩ বার পরিষ্কার মুখে স্প্রে করুন এই জল। এতে ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব ছাড়াও কমবে অ্যাকনে পিম্পলের সমস্যা। 

    Trending

    
    Would you like to receive notifications on latest updates? No Yes