jamdani

ত্বকের জেল্লা বাড়াতে মুলতানি মাটির ব্যবহার

ত্বকে একটু জ্বালা পোড়া হলেই মা বলতেন মুলতানি মাটি লাগাতে। শুধু কি তাই কোথাও যাওয়ার আগে বলতেন মুলতানি মাটির প্যাক লাগিয়ে নিতে। তখন কি আর বুঝতাম, কেন বলছে। এখন না বললেও নিজের ত্বকের যত্নে হামেশাই হাত চলে যায় মুলতানি মাটির দিকে। কারণ মুলতানি মাটিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, সিলিকা এবং ক্যালসিয়াম, সেই সঙ্গে মজুত রয়েছে আয়রন, ক্যালসাইট এবং ডলোমাইট, যা ত্বকের ভিতরে পুষ্টির ঘাটতি যেমন দূর করে, তেমনি টক্সিক উপাদানের মাত্রাও কমায়। ফলে স্কিনকে নিয়ে আরও চিন্তাই থাকে না।

  • মৃত কোষেরা আমাদের ত্বকের উপরি অংশে জমতে থাকে। যার ফলে সৌন্দর্য যেমন কমতে শুরু করে, তেমনি লোমকূপ বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্রণর প্রকোপ বৃদ্ধি পেতে থাকে। ডেড সেলের আবরণ সরিয়ে দিয়ে ত্বকের জেল্লা বাড়াতে, ১ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ১ চামচ গোলাপ জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নাও। তারপর মুখ ধুয়ে নিয়ে এই মিশ্রনটি সারা মুখে লাগিয়ে নাও। ধীরে ধীরে কয়েক মিনিট মাসাজ করার পর ৫ মিনিট অপেক্ষা করে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলো মুখ। সপ্তাহে ২-৩ দিন এইভাবে ত্বকের যত্ন করলেই দেখবে ফল পাবে একেবারে চটজলদি!
  • অল্প সময়েই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্কিন টোনের উন্নতি হোক, এরকম যদি চাও, তাহলে ত্বকের যত্নে মুলতানি মাটিকে কাজে লাগাও! কারণ এটি করলে ত্বকের ভিতরে জমতে থাকা টক্সিক উপাদান যেমন বেরিয়ে যায়, তেমনি বন্ধ হয়ে যাওয়া সব পোরস ওপেন হতে শুরু করে। যার ফলে ত্বক যেমন নরম এবং তুলতুলে হয়ে ওঠে, তেমনি স্কিনের জেল্লাও বেড়ে যায়। ১ চামচ মুলতানি মাটির সঙ্গে ১ চামচ টমেটোর রস, ১ চামচ চন্দন গুঁড়ো এবং হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে একটা ফেসপ্যাক বানিয়ে নিতে হবে। তারপর মুখটা ভালো করে ধুয়ে নিয়ে পেস্টটা সারা মুখে লাগিয়ে কম করে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখটা। সপ্তাহে ১-২ দিন এই ফেসপ্যাকটিকে লাগালেই ত্বকের সৌন্দর্য বেড়ে যাবে।
  • গরমের সময় অনেকেরই ত্বক বেজায় তেল তেলে হয়ে যায়। তৈলাক্ত ত্বক যাদের, তারা ১ চামচ মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে তৈরি ফেসপ্যাক মুখে লাগাতে হবে। ১৫ মিনিট অপেক্ষা করে প্রথমে একটা ভেজা টাওয়েল দিয়ে মুখ মুছে নিতে হবে, তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখটা। সপ্তাহে ১-২ দিন মুখে লাগালেই দেখবে ত্বকের তেলতেলে ভাব কমে যেতে শুরু করেছে।
  • যাদের ড্রাই স্কিন। তবু ত্বকের তৈলাক্ত ভাব ক্রমে বেড়ে চলেছে। সে অনুযায়ী মুলতানি মাটির সঙ্গে দই মিশিয়ে পেস্ট তৈরি করে সপ্তাহে ১-২ দিন মুখে লাগাতে হবে। এমনটা করলে দেখবে সমস্যা কমতে সময় লাগবে না। সেই সঙ্গে ড্রাই স্কিনের মতো ত্বকের সমস্যাও দূর হয়ে যাবে।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes