ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফেরাতে সকাল থেকে রাত অবধি বেশ কিছু নিয়ম মানা ভালো। কারণ সারাবছর আমরা কৃত্রিম প্রোডাক্টের সাহায্য নিতে থাকি। কি করবেন, কি করবেন না এই ভাবতে গিয়ে অনেকেই খেই হারিয়ে ফেলি। আজ রইল তারই কিছু হাল হদিশ।
- সকালে ঘুম থেকে উঠে বেশ কয়েকবার মুখে জলের ঝাপটা দিন। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।
- শুষ্ক এবং স্বাভাবিক ত্বকে ফেসওয়াশ ব্যবহার না করলেও চলবে। এরপর নরম তোয়ালে দিয়ে চেপে চেপে অতিরিক্ত জল মুছে নিন। ফ্রিজে দুধ রেখে দিতে পারেন। সেই ঠান্ডা দুধে তুলো ডুবিয়ে পুরো মুখে বুলিয়ে নিন।
- মিনিট দশেক রেখে আবারও জলের ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নিন। সব ধরনের ত্বকের ক্ষেত্রেই দুধ খুব উপকারী। এটি ত্বকের কালচে ভাব দূর করার পাশাপাশি লাবণ্যও ফিরিয়ে আনবে।
- দুধে তুলো ডুবিয়ে ব্যবহার করার পরিবর্তে আইস ট্রে-তে দুধ জমিয়ে তা মুখে ঘষতে পারেন। বিশেষত লার্জ পোরসের সমস্যা থাকলে, এই পদ্ধতিতে অনেকটাই উপকার পাবেন। যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত, তাঁরা দুধ ব্যবহার করার মুখ ধুতে জলের সঙ্গে মাইল্ড ফেসওয়াশ বা মিসেলার ওয়াটারও ব্যবহার করতে পারেন।
- ত্বক পরিষ্কার করার পর টোনিং করা একান্ত জরুরি। অনেকেই এই ধাপের গুরুত্ব বোঝেন না। ফলে তা এড়িয়ে যান। ত্বকের বেশিরভাগ সমস্যার মূলেই রয়েছে লার্জ পোরস, যা টোনিং সমস্যার মূলেই রয়েছে লার্জ পোরস, যা টোনিং করলে ছোট হয়ে আসে। এতে ত্বকে ধুলোবালি জমার সুযোগ পায় না। ফলে ব্রণ, অ্যাকনের সমস্যা কম হয়। পাশাপাশি ত্বক মসৃণ হয়।
- তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ঠান্ডা শসার রস টোনার হিসেবে ব্যবহার করুন। ভালো ফল পেতে শসার রসের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে নিতে পারেন। টম্যাটোর রসও টোনার হিসেবে ভালো।
- সপ্তাহে একদিন অন্তর স্ক্রাব ব্যবহার করুন। চাল ও কমলালেবুর খোসা গুঁড়ো করে মধু বা টকদই মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।
- ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সামান্য মুসুরডাল ও কাঁচা হলুদ একসঙ্গে বেটে নিন। এতে অল্প মধু, দুধ ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন।
- টক্সিন দূর করতে চারকোল পাউডারের সঙ্গে কমলালেবুর রস গুলে মুখে লাগান। তৈলাক্ত ত্বকের জন্য এই ফেসপ্যাক আদর্শ।
- রুক্ষ ত্বকের ক্ষেত্রে অ্যাভোকাডোর ক্কাথ আর মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।
Related