jamdani

তেলে হোক চুল তাজা

এ বিষয়ে সন্দেহ নেই কোনো যে, তেলেই চুল তাজা থাকে। তবে আজকাল চুলে তেল লাগানোর রীতি প্রায় উঠেই গিয়েছে। চিটচিটে তৈলাক্ত স্বভাবের জন্যে চুলে তেল কেউ লাগাতেই চান না। কিন্তু চুলের প্রাণ ফেরাতে তেলের চেয়ে ভালো কিছু নেই।

  • রাতে চুলের গোড়ায় তেল মাসাজ করুন। নারকেল, আমন্ড, ক্যাস্টর, জোজোবা, অলিভ এইসব তেল চুলকে গোড়া থেকে পুষ্টি দেয়। চুল পড়ার সমস্যা কমিয়ে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।
  • পরের দিন সকালে শ্যাম্পু করে নিন। অবশ্যই কন্ডিশনার ও হেয়ার সিরাম ব্যবহার করবেন।
  • চুল পড়ার সমস্যা কমাতে জবাফুল, কারিপাতা, নারকেল তেল একসঙ্গে ফুটিয়ে চুলে ব্যবহার করুন।
  • যাঁদের চুল পাতলা, তাঁরা কন্ডিশনারের পরিবর্তে ভিনিগার মেশানো জলে চুল ধুয়ে নিন। অতিরিক্ত জল মুছে হেয়ার সেরাম লাগান।
  • শ্যাম্পু করার আগে বড় দাঁড়ার চিরুনি দিয়ে আঁচড়ে নিন চুল। এতে চুল ভালো থাকে।
  • সপ্তাহে দু’বার হেয়ার প্যাক ব্যবহার করুন। শুষ্ক ও স্বাভাবিক চুলে অ্যাভোকাডো, কলা, ডিমের কুসুম, অ্যালোভেরা জেল, নারকেল তেল, টক দই মিশিয়ে ব্যবহার করতে পারেন। তৈলাক্ত চুলের ক্ষেত্রে মুলতানি মাটি, লেবুর রস ও চায়ের লিকার মিশিয়ে ব্যবহার করুন।
  • এছাড়া চুল চকচকে করতে বিয়ার এবং চায়ের লিকার দিয়ে চুল ধুতে পারেন। সঙ্গে মিশিয়ে নিন অ্যাপেল সিডার ভিনিগার। খুশকির সমস্যা কমবে।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes