jamdani

তাসের ঘর: রিলিজ হলাে পােস্টার

‘হইচই’ প্ল্যাটফর্ম ফিরে এলাে আবার ‘তাসের ঘর’ নিযে। ফের এক বছর পরে স্বস্তিকা  মুখােপাধ্যায় আবার বাংলা ছবিতে। তবে এই ‘তাসের ঘর’ কিন্তু রবীন্দ্রনাথের নয়, ঋতুপর্ণ ঘােষের বাড়ি ‘তাসের ঘর’ স্মরণে এই ছবি।

যার মূল চরিত্র সুজাতা। যে বাবার বাড়িতে থেকে স্বপ্ন দেখত শ্বশুর বাড়ির। গুছিযে সংসার করার। মেয়েবেলায় যার বেস্ট ফ্রেন্ড বাড়ির পিছনের বিশাল অশ্বথ গাছ।

সম্বন্ধ আসার পর ভীষণ খুশি সুজাতা। কিন্তু তার স্বপ্ন কি পূরণ হল? সেই গল্প দেখতে হলে অপেক্ষা করতে হবে ৩ সেপ্টেম্বর অবদি। এই তাসের ঘর এক অন্য রকম স্যাটায়ার। স্বস্তিকার বক্তব্য, ‘তাসের ঘর’ অভিনেত্রী হিসেবে আমার কাছে রিমার্কেবল জার্নি। একসঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করা আমার কাছে একটা থ্রিল। এখানে প্রত্যেকটা চরিত্রের আলাদা স্বাধীনতা আছে। আশা করি দর্শকের ভালাে লাগবে।’ সদ্য মুক্তি পাওয়া ছবির পােস্টার বলছে, মেয়েদের স্বপ্ন আর স্বপ্নভঙ্গের কথা বলবে এই ছবি। ভেঙে যাওয়া, পুনরুত্থানের গল্পও বলবে সেইসঙ্গে। ৩ সেপ্টেম্বর অনলাইনে দেখা যাবে মুভিটি। 

নিউজঃ অদ্বিতীয়া ওয়েব ডেস্ক 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes