jamdani

তাপসী পান্নুর ভাইরাল ছবি বয়ফ্রেন্ড ম্যাথিয়াস বো-এর সঙ্গে

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি সোশ্যাল ট্রেন্ডস এ শিরোনামে রয়েছেন। এক সপ্তাহ ধরে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন তিনি। সঙ্গে তাঁর রিউমরড প্রেমিক ব্যাডমিন্টন প্লেয়ার ম্যাথিয়াস বো। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। মালদ্বীপের একটি সুন্দর জায়গার ছবি শেয়ার করতে দেখা গিয়েছে দুজনকেই। সঙ্গে অবশ্যই ক্যাপশনটিও চমকপ্রদ, যখন প্রকৃতি সব থেকে সেরা ফিল্টার ব্যবহার করে… সেরা ব্যাকগ্রাউন্ড… সেরা আলো… দেয় আপনি নষ্ট করতে পারেন না।

কিছুদিন আগেই তাপসী পান্নু ও তাঁর বোন শগুনের ‘বিগগিনি শুট’ এর একটি ভিডিও পোস্ট করেন। মুহুর্তেই যা ভাইরাল হয়ে যায়। আর তারপর এই ছবি।

View this post on Instagram

 

Holiday got me like…. thank u for having us @tajmaldives ur place is next level s…🚀😁🔥

A post shared by Mathias Boe (@mathias.boe) on


বেশ কিছুদিন ধরে ডেটিং করছেন তাপসী এবং ম্যাথিয়াস, এরকম গুজব তাঁদের রোম্যান্সকে গোপন রাখতে সক্ষম হয়েছে। তবে, অভিনেত্রী এর আগেও ব্যাডমিন্টন ম্যাচের সময় ম্যাথিয়াসের জন্য উচ্ছ্বসিত হয়েছিলেন। ম্যাথিয়াসের ইনস্টাগ্রাম বায়ো তাঁকে “ভারত ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড়” হিসাবে বর্ণনা করেছেন।


প্রসঙ্গত তাপসী পান্নু শেষ ছবিতে অভিনয় করেছেন ‘থাপ্পড’এ। ছবিটি সমালোচকের প্রশংসা কুড়িয়েছে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes