jamdani

তাপসীর ‘থাপ্পড়’

যৌন হেনস্থা শুধু সাধারণ মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ নেই , এবার তাপসী পান্নু কারিনা কাপুরের একটি টিভি শো তে শেয়ার করলেন সেই কুৎসিত অনভিপ্রেত ঘটনা এবং তাপসীর সমুচিত প্রত্যুত্তর তাপসী জানালেন গুরুপরব এর সময় পরিবারকে নিয়ে গুরুদ্বারে গিয়েছিলেন,ওখানে স্টলের কাছে এমনিতেই খুব ভিড় হয় আর আগেও তার এমন বিশ্রী অভিজ্ঞতা হয়েছিল, তাই এবারে তাপসী সতর্ক ছিলেন, অবাঞ্ছিত স্পর্শে প্রথমে ভেবেছিলেন অনিচ্ছাকৃত, কিন্তু আবার একই ঘটনা ঘটার পর আর চুপ করে থাকেন নি, সজোরে সেই অপরাধীর আঙ্গুল ধরে মটকে দিয়েছিলেন

তাপসীর সাহসিকতা আর প্রতিবাদ কে সেলাম

প্রসঙ্গত তাপসীর নতুন ছবি ‘থাপ্পড়’ মুক্তি পেতে চলেছে ছবির বিষয় বেশ আকর্ষণীয় এখানে তাপসীর অভিনীত চরিত্র অমু তার স্বামীর কাছ থেকে ডিভোর্স চাইছে কারণ তার স্বামী প্রকাশ্যে তাকে থাপ্পড় মেরেছে বলে যে বিতর্ক এখানে পরিচালক অনুভব সিনহা উস্কে দিতে চেয়েছেন সেটা হল বিবাহিত হলেই কি সর্বসমক্ষে স্ত্রী কে থাপ্পড় মারা চলে ? এখানে উল্লেখযোগ্য সম্প্রতি বিশাল হিট ‘কবির’ ছবির একটি চরিত্রর সংলাপ ছিল ‘স্বামী স্ত্রীর সম্পর্ক খুব কাছের আর প্রতিক্রিয়াও খুব ব্যক্তিগত ,সেখানে চড় থাপ্পড় চলতেই পারে এরই বিপ্রতীপে ‘থাপ্পড় ‘ যেখানে সজোরে বলা হচ্ছে যে মেয়েদের ওপর কখনও এই প্যাট্রিয়ার্কাল সমাজে শারীরিক অত্যাচার সমর্থন যোগ্য নয়

এর আগের ‘মুল্ক’ ছবিতে তাপসীর একটি মুসলিম পরিবারের হৃত সন্মান পুনরুদ্ধারের মর্মস্পর্শী অভিনয়ের পর দর্শক সাগ্রহে অপেক্ষায় থাকবে ‘থাপ্পড় ‘ এর জন্য

রিয়েল এবং রীল লাইফে এমন সাহসিকতার জন্য তাপসী তুসী লা জওয়াব হো

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes