jamdani

ডার্টি ড্যাম্প ম্যানেজমেন্ট

ঘন কালো মেঘ, কখনও মেঘ ভাঙা রোদ্দুর, কখনও রিমঝিম ঘন ঘন রে, কখনও বহু কাঙ্খিত রোদ্দুরের সাত দিনেও দেখা মেলে না। সব মিলিয়ে বর্ষাকাল আমাদের কাছে আসে নানা রঙ নিয়ে। তবে ভাল লাগা, রোম্যান্টিসিজমের সঙ্গে সঙ্গে বর্ষায় নানা উটকো ঝঞ্ঝাটের সাত-সতেরো সামলাতেই দিন কাবার। এই ঝঞ্ঝাটের অন্যতম ওয়াল ড্যাম্প। জেনে নিন কীভাবে মোকাবিলা করবেন বিরক্তিকর এই বর্ষাকালীন সমস্যার।

কীভাবে বুঝবেন দেওয়ালে ড্যাম্প?
• দেওয়ালে ছোপ ছোপ দাগ, যা দেওয়ালকে করে তুলবে বিবর্ণ।
• জায়গায় জায়গায় দেওয়ালের উপরিভাগ ফেঁপে ওঠা ও ঝরে পড়া।
• ঘরে ভ্যাপসা গন্ধ।

মোটামুটি এই লক্ষণগুলিই চিনিয়ে দেবে আপনার বাড়িতে ড্যাম্প আছে কিনা, আর এ এমন এক শত্রু, যা আপনার বাড়িকে কমজোরি করার সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্যেরও ক্ষতি করবে। তাই বাড়িকে ড্যাম্প মুক্ত করে তোলার আশু প্রয়োজন। তার জন্য মেনে চলুন কয়েকটি সাধারণ নিয়ম।

• বাড়ি তৈরির সময় সজাগ থাকুন বিল্ডিং মেটিরিয়ালের ব্যাপারে। ড্যাম্পের মুখ্য কারণ এগুলিই।
• সম্ভব হলে আপনার বাড়িটি কোনও নির্ভরযোগ্য ‘ড্যাম্প প্রুফিং স্পেশালিস্ট ‘-কে দেখিয়ে নিন।
• বাজারে ‘ড্যাম্প ডিটেক্টর’-ও পাওয়া যায়, যার সাহায্যে আপনি বুঝতে পারবেন আপনার বাড়ি ড্যাম্প আক্রান্ত কিনা।
• বাড়ির বাইরের দেওয়ালের পাইপগুলো মাঝেমধ্যেই পরীক্ষা করিয়ে নিন তাতে কোনও ফাটল দেখা দিয়েছে কিনা।
• পাইপে ফাটল পরীক্ষার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে নিন জলের যাতায়াত কোনও ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে না তো?
• বাড়ির ছাদের সঠিক দেখভাল জরুরি। ছাদ যদি হয় কমজোরি, বা তাতে থেকে থাকে কোনও ফুটো-ফাটা, তাহলে অবধারিত ভাবে আপনার বাড়ি ড্যাম্পের শিকার হবেই।
• রান্নাঘর ও বাথরুমে এগজস্ট ফ্যান ব্যবহার করুন। এতে দেওয়াল থাকবে শুকনো ও ঝরঝরে।
• বিশেষত বর্ষাকালে ঘরে ছোট হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। এতে আপনার ঘরের অতিরিক্ত আর্দ্রতা চলে গিয়ে ঘর থাকবে শুকনো।
• ঘরের আসবাবপত্র এমনভাবে রাখুন যাতে হাওয়া চলাচলের যথেষ্ট সুবিধা থাকে।
• যদি ঘরের ভিতর কাপড় শুকোতে বাধ্য হন তাহলে কখনোই দরজা-জানলা বন্ধ রাখবেন না।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes