jamdani

ডার্ক কমপ্লেকশন যাঁদের, তারা জেনে নিন মেকআপ কিভাবে করবেন?

আজকাল কমবেশি সবাই মেকআপ করে। তবে এটা ঠিক মেকআপ করতে হয় ত্বকের ধরন বুঝে। অনেকেই না বুঝে মেকআপ করে এবং এই ভুলের জন্য ত্বকে মেকআপ ফুটে থাকে, দেখতেও বিশেষ ভালো লাগেনা। আর বিশেষ করে যাদের গায়ের রঙ একটু শ্যামলা তাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায় । আজ রইল শ্যামলা ত্বকের কিছু মেকআপ টিপস।

  • অল্প আলোতে মেক আপ করবেন না, আবার খুব বেশি উজ্জ্বল আলোতেও না। প্রাকৃতিক আলোয় আপনার ত্বকের আনাচ-কানাচ ভালোভাবে বোঝা যায় এবং এতে সঠিকভাবে মেকআপও করা যায়। মেকআপ কেনার সময়েও এই একই কথা প্রয়োজনীয়। হাতের উল্টোপিঠে মেকআপ একটু লাগিয়ে নিতে পারেন, এরপর দোকানের বাইরে গিয়ে দিনের আলোয় দেখে নিতে পারেন যে সেটি আপনার ত্বকের জন্য মানানসই কিনা।
  • আপনার স্কিন কিন্তু একই রকম নয়, আর তাই মাত্র একটি শেডের ফাউন্ডেশন ব্যবহার করে খুব একটা লাভ হবে না। প্রথমে আপনার ত্বকের সাথে সবচাইতে বেশি যে শেড মানিয়ে যায় তা বেস হিসেবে ব্যবহার করুন। এরপর একটু হালকা একটি শেড হাইলাইট হিসেবে ব্যবহার করুন। এতে ত্বকে আসবে একটি ঝলমলে আভা।
  • ত্বককে কোমল এবং দীপ্তিময় দেখাতে ত্বকের মাঝামাঝি জায়গাগুলোতে ব্যবহার করুন অ্যাম্বার অথবা ক্যারামেল শেডের ফাউন্ডেশন। যেমন কপালের মাঝামাঝি, নাকের ওপরে, গাল এবং চিবুকে। এরপর একটি ব্লাশ ব্যবহার করে ভালো করে মিশিয়ে নিন।
  • আপনার ঠোঁট যদি ছড়ানো হয় তবে নিজের ত্বকের কাছাকাছি রঙের একটি লাইনার দিয়ে আগে ঠোঁট এঁকে নিন। আপনার ঠোঁট যদি কালচে হয় তবে অরেঞ্জ লিপস্টিক বেশ ভালো লাগবে।
  • কুচকুচে কালো ভ্রু তামাটে ত্বকের সাথে ভালো লাগবে না। নাকের কাছে থেকে বাদামি রঙ ব্যবহার করা শুরু করুন এবং কোনার দিকে গিয়ে আরও গাড় বাদামি ব্যবহার করতে পারেন।
  • ত্বকে হাইলাইট যদি করতেই হয় তবে ব্যবহার করুন শিমার। তবে তা যেন ত্বকের ওপরে বেশি ফুটে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন।
  • স্কিন এক্সফলিয়েট করুন নিয়মিত। স্কিনের যত্নের জন্য অবশ্যই সানস্ক্রিন মাখবেন। আপনি ভাবতে পারেন আপনার ত্বক তো এমনিই তামাটে, আর কী হবে সানস্ক্রিন দিয়ে? কিন্তু স্কিনের স্বাস্থ্য রক্ষার জন্য অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

আরও বিশদে জানতে নিচের ভিডিওটি ক্লিক করুন। আর সরাসরি জেনে নিন কিভাবে মেকআপ করবেন।

 

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes