jamdani

ঠোঁটের মেকআপ করবেন কীভাবে?

মেকওভার মানে শুধু যে সাজ পােশাকের চমক তাই ন্য। কারওর চোখ সুন্দর, কারওর বা ঠোঁট। মেকআপের আসল উদ্দেশ্যই হল আপনার নেগেটিভ ফিচারগুলাে যতটা সম্ভব ঢেকে ফেলে প্লাস পয়েন্টগুলাে আরও ভালাে করে ফুটিয়ে তােলা। ঠোঁট নিযেও আমাদের এরকম খুঁতখুঁত রযেছে। তাই ঠোঁট সুন্দর করে তােলার জন্য রইল কিছু টিপস। 

  • পােশাকের সঙ্গে মানিয়ে লিপস্টিক লাগান। ম্যাট বা গ্লস যেটা আপনার পছন্দ সেটাই লাগাতে পারেন। তবে দিনের বেলা ম্যাট আর রাতে গ্লসি লিপস্টিক লাগানাে ভালাে। দিনের বেলা লিপস্টিক লাগাতে ইচ্ছে না করলে ন্যাচারাল বা হালকা রঙের লিপগ্লসও লাগাতে পারেন। 
  • লিপস্টিক লাগানাের আগে লিপ লাইনার দিয়ে সুন্দর করে ঠোঁট এঁকে নিন। তারপর লিপ ব্রাশ দিয়ে সুন্দর করে লিপস্টিক লাগানাের পর সামান্য বেবি পাউডার লাগিয়ে নিন। তারপর আর এক কোট লিপস্টিক লাগান। এরপর ঠোঁটের মাঝে একটা টিস্যু ধরে সামান্য চাপ দিন। এতে অতিরিক্ত লিপস্টিক উঠে যাবে। সবশেষে ইচ্ছে হলে ঠোঁটের মাঝখানে সামান্য গ্লস লাগিয়ে নিতে পারেন। যাঁদের গায়ের রং ফর্সা তাঁরা কোরাল, ফুশিয়া, পার্পল, রেড অরেঞ্জ শেড ট্রাই করতে পারেন। শ্যামবর্ণাদের ম্যাজেন্ডা, কপার ব্রাউন, গােলাপি শেড ভালাে মানায়।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes