কলকাতার কলেজ স্কোয়্যার থেকে বিধান সরণি ধরে একটু শ্যামবাজারের দিকে এগোলেই ঠনঠনিয়া কালীমন্দিরটি পড়বে বাঁ দিকে, একেবারে রাস্তার পাশেই দেবী কালিকা শ্রীশ্রীসিদ্ধেশ্বরী মূর্তিরূপে এখানে অবস্থান করছেন। শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই দেবীকে খুব মানতেন। তিনি মাঝেমধ্যেই এই মন্দিরে এসে মায়ের পুজো করতেন।
ঠনঠনিয়ার কালী বিগ্রহের এক চমকপ্রদ ইতিহাস আছে। সে অনেককাল আগের কথা। সুতানটি-গোবিন্দপুর অর্থাৎ অতীত দিনের কলকাতার বেশিরভাগ অঞ্চলই তখন জলাশয় ও বন-জঙ্গলে পূর্ণ ছিল। সেইসময় এক ভবঘুরে তন্ত্রসাধক ব্রহ্মচারী এখানে উপস্থিত হন। নির্জন শক্তি-সাধনা করা তাঁর উদ্দেশ্য ছিল। এই শাক্ত ব্রহ্মচারীর নাম ছিল উদয়নারায়ণ। ইনিই প্রকৃত ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মাকে স্থাপন করেছিলেন। তাঁর প্রতিষ্ঠিত মূর্তিটি ছিল সিদ্ধেশ্বরী কালিকার মৃন্ময়ী মূর্তি। ঠনঠনিয়ার অধিষ্ঠাত্রী দেবী আজও সেই মূর্তিতে বিরাজমানা কিনা তা না জানা গেলেও, বর্তমান সিদ্ধেশ্বরী বিগ্রহটিও কিন্তু মাটির মূর্তি। মৃন্ময়ী আধারে চিন্ময়ী দেবী। ব্রহ্মচারী উদয়নারায়ণের মৃত্যুর পর দেবী পূজার ভার নিয়েছিলেন হালদার বংশীয় এক ব্রাহ্মণ। পরবর্তিকালে ১১১০ বঙ্গাব্দে সেকালের প্রসিদ্ধ ধনী ও কালীভক্ত রামশঙ্কর ঘোষ বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। আজও মন্দিরের সামনে দেওয়ালে দক্ষিণ পাশে প্রস্তর ফলকে লেখা আছে – ‘শঙ্কর হৃদয় মাঝে কালী বিরাজে।’ তাঁর উদ্যোগেই কালীমন্দিরের পাশে শিবমন্দিরটি নির্মিত হয়েছিল। নাটমন্দিরের মাঝখানে অবস্থিত বলিদানের হাঁড়িকাঠ। প্রতি বছর কালী পুজোয় মন্দিরে প্রচুর পাঁঠাবলি হয়ে থাকে।
সন্দীপ মুখোপাধ্যায় - “নাম কী? থাকো কোথায়? কোন ক্লাস অবধি... Read More
লিপস্টিক আমার কাছে লিপস্টিক নয়। লিপস্টিক আমার কাছে প্রতীক। রং...
আমরা সবাই জানি যে ত্রিদেব বলতে ব্রহ্মাণ্ডের তিন প্রধান স্তম্ভকে...
নাতাশা স্নান সেরে এসছে। সারাটা ঘরই এখন গন্ধস্নান করছে। একই...
পুলিশের উর্দিটা তখনও গা থেকে খুলিনি, সুসময়ী বলল, “তােমার জন্য...
শাে তখন জমে উঠেছে। শীতের সন্ধে। গায়ে ছিল হালকা জ্যাকেট।...
চা আর প্রজাপতি বিস্কুট। খাবার মধ্যে এই। কিন্তু কথা ছিল...
রিশপের ছবিগুলাে সব ফেসবুকে আপলােড করার পর কম্পিউটারের সামনে থেকে...
সকাল বেলাটা আজকাল বিজনের বেশ সমস্যার। থিতু হয়ে প্রভাত উপভােগ...
লােকে ‘ব্যোমকেশ’ নামে ডাকেন। নতুন নামকরণ হয়েছে ‘সােনা দা। এদিকে...
আজও এই শহরের সরু অলি-গলি তাকে নস্ট্যালজিক করে তােলে। তাই...