jamdani

ট্রিটমেন্টস ফর ডার্ক ইনার থাইস

স্কিন কমপ্লেকশন যেমনই হােক, যে কেউ সম্মুখীন হতে পারেন ডার্ক ইনার থাইস এর সমস্যার। থাই-এর ভেতরের অংশে অতিরিক্ত মেলানিন উৎপন্ন হওয়ার ফলে স্কিনে এরকম সমস্যা আসে। এই পিগমেন্টেশন বিকিনি বা গ্ৰয়েন এরিয়া পর্যন্তও ছড়িয়ে পড়তে পারে। এই বিশ্রী সমস্যার কারণ অনেক। হাঁটাচলা বা ব্যায়াম করার সময় দুটি থাই-এর ঘষা লাগার ফলে সেখানকার স্কিন পাতলা, ডিসকালারড বা চুলকুনিপ্রবণ হয়ে যেতে পারে। হরমােনাল ডিসব্যালান্স থেকে হতে পারে। ড্রাই স্কিন হলে অথবা অতিরিক্ত টাইট পােশাক থেকেও হতে পারে।

অতিরিক্ত মেদ থেকেও আসতে পারে এ ধরনের সমস্যা। এর থেকে মুক্তি পাওয়ার জন্য রয়েছে কিছু ঘরােয়া সমাধান –

  • তাজা লেবুর রসে এক চা-চামচ চিনি এবং এক টেবল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি দিয়ে ইনার থাইস-এ হালকাভাবে ঘষুন। এরপর স্ক্রাবটি ধুয়ে ফেলুন জল দিয়ে।
  • আধখানা লেবুর রস মিশিয়ে নিন কয়েক টেবল চামচ নারকেল তেলের সঙ্গে। মিশ্রণটি দিয়ে আক্রান্ত অংশে ১০ মিনিট ধরে মাসাজ করুন। এরপর ধুয়ে পরিষ্কার করে নিন।
  • সাদা দই এবং ওটমিল সম পরিমাণে মিশিয়ে হালকাভাবে স্ক্রাব করুন। ধুয়ে ফেলুন এরপর।
  • এই ধরনের সমস্যায় ব্যবহার করতে পারেন অ্যালােভেরা জেল। অ্যালােভেরাতে থাকা অ্যালােইন স্কিন কমপ্লেকশন হালকা করতে সক্ষম। হালকা করে জেল লাগিয়ে নিন ইনার থাইস-এ। সােক করতে দিন; ধুয়ে ফেলার দরকার নেই।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes