jamdani

টিআরপি কেলেঙ্কারি : বিগ বসের মঞ্চ থেকে বড়ো বার্তা ভাইজানের

ফের স্বমহিমায় ভাইজান অর্থাৎ সলমন খান। সঙ্গে নিয়ে এসেছেন ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের নতুন সিজন। ভুয়ো টিআরপি কেলেঙ্কারি নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য। বেশ জোর গলায় বললেন, মানুষজন যা করছে, এরকম চলতে থাকলে চ্যানেল বন্ধ হয়ে যাবে।

মূলত, সম্প্রতি রিপাবলিক টিভির টিআরপি বাড়ানোর  জন্য মুম্বাই পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে এবং রিপাবলিক টিভির সিইওকে জিজ্ঞাসাবাদও করেছে মুম্বাই পুলিশ। আবার অন্যদিকে সুশান্ত সিং রাজপুত ও দিশা সালিয়ানের মৃত্যু মামলায় সলমন খান কিছু না বলায় অর্ণব গোস্বামী তাঁকে অনেক প্রশ্ন করেছিলেন।

তাই এতদিন পর মুখ খুললেন সলমন। বিগবসের প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময়, নাম না করেই কটাক্ষ করলেন রিপাবলিক টিভিকে।  এদিন সলমন বলেন, ‘ বিগ বস হোক বা অন্য কোনও শো, সঠিক ভাবে গেম খেলাটা ভীষন জরুরী। এটা নয় যে টিআরপি বাড়ানোর জন্য যা ইচ্ছে তাই করব।’ তবে প্রতিযোগীদেরও সাবধান করলেন, ‘এমন কিছু যাতে তারা না করে, যে চিৎকার করে কথা বলবে, বা মিথ্যে কথা বলবে, এরকম করলে তো চ্যানেলই বন্ধ হয়ে যাবে।’

কিছুদিন আগেই রিপাবলিক টিভির সঞ্চালক অর্ণব গোস্বামী প্রশ্ন তুলেছিলেন সলমন খানকে নিয়ে। সেই ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সুশান্তের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে বলেন, সুশান্তের মৃত্যুতে কেন চুপ ভাইজান? কেন তিনি কিছু বলছেন না।

অবশ্য এদিকে মুম্বাই পুলিশ টিআরপি নিয়ে মামলা রুজু করে।  ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের তরফ থেকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। এরমধ্যেই সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes