jamdani

টম অ্যান্ড জেরি আসছে বড়ো পর্দায়

ভীষণ দুষ্টু সেই বিড়াল আর ভদ্র মিশুকে এক ইঁদুর ছানার কথা কাউকে নতুন করে বলতে হবে না। বিখ্যাত সেই চরিত্র টম অ্যান্ড জেরি আসছে নতুন রূপে। আসছে বড়ো পর্দা জুড়ে। আর এই অসাধ্য সাধন করেছেন ক্লোয়ি গ্রেস মরতেজ, মাইকেল পেনা, রব ডিলানি, কলিন জোস্টের মতো অভিনেতারা। এই ছবিটি হানা ও বারবেরার তৈরি টম অ্যান্ড জেরি থেকেই ইন্সপায়ারড। এই সিরিজ শুধু বাচ্চাদের নয়, বড়দেরও পছন্দের। অনেকের ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে এই দুষ্টু বিড়াল ও ইঁদুরের সঙ্গে। ১৯৪০ সালে আমেরিকার উইলিয়াম হানা ও জোশেফ বারবেরা তৈরি করেছিলেন অ্যানিমেটেড সিরিজ টম অ্যান্ড জেরি। এর পর এই সিরিজের আরও অনেক এপিসোড তৈরি হয়েছে পরে। তবে অরিজিনাল সিরিজে বারবেরা ও হানা ১১৪টি এপিসোড বানিয়েছিলেন।

টম অ্যান্ড জেরি ছবির ট্রেলারের শুরুতেই ব্রুনো মার্সের ‘‌কাউন্ট অন মি’‌ গানটি প্রেক্ষাপটে শোনা যায় এবং এর সঙ্গে ছবির কাহিনীকার জানান যে টম অ্যান্ড জেরি তাঁদের ঝগড়া শুরু করতে চলেছেন বড় শহরে। ২ মিনিট ২৪ সেকেন্ডের দীর্ঘ এই ট্রেলারে দেখা গিয়েছে, এক পরিচিতদের কাছে রয়েছেন টম-জেরি জুটি। টম অ্যান্ড জেরির নিজস্ব টুইটারে এই ট্রেলার শেয়ার করা হয়েছে। ক্যাপশন দেওয়া হয়েছে , ‘‌টম অ্যান্ড জেরি তাদের ইঁদুর-বেড়ালের খেলা এবার বড় পর্দাতেও শুরু করল। নতুন টম অ্যান্ড জেরি ছবির ট্রেলার দেখুন, ২০২১ সালে সিনেমা হলে আসতে চলেছে।‘‌

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes