jamdani

জুটল হিপোক্রিটের তকমা : রিয়ার সমর্থনে বিদ্যা বালান

সুশান্ত ইস্যুতে রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে নেটদুনিয়ার একাংশের রোষানলে পড়লেন বিদ্যা বালান। একের পর এক ট্রোলের শিকার বলিউড অভিনেত্রী।

সোমবার তেলুগু অভিনেত্রী লক্ষ্মী মানচু টুইটে লিখেছিলেন, “রিয়া এবং সুশান্ত দুজনের জন্যই সুবিচার চাওয়া উচিত।” তাঁর এই টুইটকে সমর্থন করে মিডিয়াকে ‘সার্কাস’ বলে কটাক্ষ করেন তাপসী পান্নু। টুইট শেয়ার করে রিয়ার পাশে দাঁড়ান বিদ্যাও। বিদ্যার এই টুইটের পরই তাঁর বিরুদ্ধে একপ্রকার ক্ষোভে ফেটে পড়েন নেটাগরিকের একাংশ। সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন অনেকে। কেউ তাঁর এই পদক্ষেপকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন, কেউ বা আবার বিদ্যাকে ‘হিপোক্রিট’ বলেও কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন যে, “যখন সুশান্তের জন্য তাঁর পরিবার কাঁদছিল, তখন আপনার আপনি কোথায় ছিলেন?”

আর তারপরেই বিদ্যা নেটজনতার একাংশের ট্রোলের জবাবে শেয়ার করেছেন ‘অমর প্রেম’ সিনেমার ‘কুছ তো লোগ কহেঙ্গে’ গানটি।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes