jamdani

‘জীবনের সেরা অনুভূতি’ মা হতে চলেছেন কোয়েল

টলিপাড়ায় খুশির আমেজ। নতুন অতিথি আসছে ‘রানে’ পরিবারে। মা হতে চলেছেন কোয়েল মল্লিক। আনন্দের এই খবর সােশ্যাল মিডিয়ার শেয়ার করেছেন নায়িকা নিজে।

শনিবার সকালে নিসপালের সঙ্গে ছবি শেয়ার করে নায়িকা লিখেছেন, “আমার ভিতরে এক নতুন জীবনের স্পদন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি। এখানেই শেষ নয়! কবে সেই অপেক্ষার অবসান ঘটছে, সে খবরও সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। ওই পােস্টে তিনি জানিয়ে দিয়েছেন, ‘এই গ্রীষ্মেই আসতে চলেছে সে।’

হবু মায়ের কথায়, ‘ইটস অ্যা ওয়ান্ডারফুল ফিলিং। অভিনেত্রী হিসেবে অনেক প্রশংসা ও পুরষ্কার পেয়েছি কিন্তু মা হওয়ার অনুভূতিটাই আলাদা। এটা আমার জীবনের সেরা সময়।’

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes