jamdani

জিমে শুরু হওয়া প্রেম গড়াল ছাদনাতলায়

অবশেষে প্রেম গড়াল বিয়ের সানাইয়ে। সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তী। পাত্র শুভ্রজ্যোতি পালচৌধুরী। আপাতত সােশ্যাল মিডিয়া ভাসছে নায়িকার বিয়ের ছবিতে।

অনেকদিন ধরেই সম্পর্কে ছিলেন দেবপর্ণা ও শুভ্রজ্যোতি। কিন্তু অভিনেত্রী ব্যক্তিগত জীবন লাইমলাইটে আনতে পছন্দ করেন না, তাই ঘনিষ্ঠ কিছু মানুষের মধ্যেই তাদের ভালােবাসার কাহিনি সীমাবদ্ধ ছিল। তবে এবছর দুর্গাপুজোর সময় শুভ্রজ্যোতি প্রকাশ্যে আনেন সম্পর্কের কথা। দেবপর্ণার হাতে হাত রেখে একটি ছবি সােশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘রাজার যেমন রানিকে দরকার, তেমনই আমার তােমাকে প্রয়ােজন। ব্যাচেলর লাইফ বাই বাই। হবু বউয়ের সঙ্গে ছবি।’

শুভ্রজ্যোতি পেশায় ফিটনেস ট্রেনার। অবশ্য টলি তারকাদের কাছে এসজে নামেই পরিচিত তিনি। তরুণ প্রজন্মের কাছে জিম ইন্সট্রাক্টর হিসাবে রীতিমতাে জনপ্রিয় তিনি। টলিউডের অনেক খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রীর জিম ইন্সট্রাক্টর তিনি। তার জিমের নাম রাইভাল ফিটনেস। এখানে শরীরচর্চা করতে এসেই শুরু হয় প্রেমের, যা এবছর পরিণতি পেল।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes