jamdani

জানেন কি পুরুষদের থেকে মহিলাদের হার্টের সমস্যার ঝুঁকি বেশি ?

জানেন কী? মহিলাদের হৃদরােগ ধরা পরার সম্ভাবনা কম থাকে। পুরুষের তুলনায় মহিলাদের সাধারণত দশ বছর দেরীতে এবং অনেক বেশি ঝুঁকি সহকারে রােগ ধরা পড়ে। তাদের মধ্যে পুরুষের তুলনায় লক্ষগুলাে কমই দেখা দেয়। অনেক মহিলার হার্ট অ্যাটাকের কারণ জানা যায় না, বিশেষ করে কম বয়সে অথবা ডায়াবেটিস রােগীদের ক্ষেত্রে। তাই নারীদের হার্ট অ্যাটাকের কয়েকটি লক্ষণের দিকে বিশেষ নজর দেওয়া উচিত।

বুক ব্যথা ব্যথা, চাপ অথবা বুকের যেকোনও অস্বস্তি মহিলাদের হার্ট অ্যাটাকের লক্ষণ। তবে অনেকের বুকের ব্যথা ছাড়াই হার্ট অ্যাটাক হয়ে থাকে। এই ধরনের বুক ব্যথায় অনেকটা টান চাপ লাগার মতাে অনুভব হতে পারে। আর এটা কেবল বুকের বাঁ পাশে নয়, বুকের যেকোনও জায়গায় হতে পারে।

গলা মুখের হাড়, কাধ বা পিঠের উপরের অংশে ব্যথা: এই লক্ষণ গুলাে পুরুষের তুলনায় মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। এই ধরনের ব্যথা ধীরে ধীরে বাড়ে। আবার তীব্র হওয়ার আগে বিক্ষিপ্তভাবেও অনুভূত হতে পেরে। হার্ট অ্যাটাকের ব্যথা কেবল বুকেই হবে এমন ধারনা থাকার ফলে এই ব্যথা গুলি এড়িয়ে যাওয়া হয়।

পেটের অস্বস্তি: ফ্যামিলিতেও যদি হৃদরােগের সমস্যা থাকে তবে হঠাৎ পেটে ব্যথা, পেটে অস্বস্তি অথবা বুকে জ্বালা ইত্যাদি এড়িয়ে যাওয়া ঠিক হবে না। এটা হার্ট অ্যাটাকের একটা লক্ষণ। অনেক মহিলা পেটে অত্যাধিক চাপ অনুভব করে যা অনেকটাই পেটের ওপরের অংশে ভারী কিছু থাকার মতাে, যা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ।

শ্বাস প্রশ্বাসের স্বপ্লতা ও বমি ভাব: হঠাৎ করেই যদি শ্বাস-প্রশ্বাসের দ্রুত ওঠানামা দেখা। দেয় তাহলে বুঝতে হবে এটা হার্ট অ্যাটাকের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। তাই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ঘাম হওয়া: যে কোনাে মরসুমেই কারণ ছাড়া হঠাৎ করে ঘাম দেখা দেওয়া হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। এই অস্বাভাবিক ঘাম দেখা দিলে সতর্ক হােন।

দুর্বলতা: কোন ভারী পরিশ্রম করা ছাড়াই শরীর ক্লান্ত লাগলে হৃদযন্ত্রের চাপ নির্দেশ করে। খেয়াল রাখতে হবে এর সঙ্গে বুকের ব্যথাও জড়িত আছে কিনা।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes