jamdani

জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানালেন সুশান্তকে, ২৫ লাখ টাকার বৃত্তি দেওয়া হবে অ্যাস্ট্রোফিজিক্স পড়ুয়াদের জন্য

বরাবরই মহাকাশ এবং মহাজাগতিক কাজকর্ম নিয়ে কৌতূহলী ছিলেন সুশান্ত সিং রাজপুত। নিয়মিত চর্চাও করতেন অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে। এমনকি পড়াশুনোতেও ছিলেন তুখোড়। সিনেমা, শুটিং থেকে ফুরসৎ পেলেই ডুবে যেতেন মহাকাশচর্চায়। বিশ্বব্রহ্মাণ্ডের গ্রহ, নক্ষত্র দেখতে রীতিমতো বসিয়ে ফেলেন এক টেলিস্কোপও। যাতে চোখ রেখে হারিয়ে যেতেন মহাকাশে। আর তাই প্রাণপ্রিয় ভাইয়ের জন্মদিনে এক বড়ো উদ্যোগ নিয়ে ফেললেন দিদি কৃতী সিং। অ্যাস্ট্রোফিজিক্স পড়ুয়াদের জন্য ঘোষণা করলেন এক বৃত্তি’র।


আজ তাঁর ৩৪তম জন্মদিন। বেঁচে থাকলে আরও ভালো সিনেমা উপহার দিতেন, কিংবা মহাকাশ বিষয়ে আরও নতুন কিছু জিনিস নিয়ে চর্চা করতেন। কিন্তু ২০২০ সালের ১৪ জুন সব সম্ভাবনা তছনছ করে পরলোকে চলে গিয়েছেন তিনি। বছর গড়াতে চললেও পরিবার এবং অনুরাগীরা তাঁর এই আচমকা চলে যাওয়াটা মেনে নিতে পারেননি। পরিবার-পরিজনের কাছে এখনও তাঁর স্মৃতিটুকুই সম্বল। সেই স্মৃতিটুকু অক্ষয় করে রাখতেই এবার সুশান্তের জন্মদিনে ২২ লক্ষ টাকার বৃত্তি ঘোষণা করলেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তি।

মার্কিন মুলুকের বাসিন্দা শ্বেতা সিং কীর্তি। এদিন তিনি ৩৫ হাজার মার্কিন ডলারের বৃত্তির কথা ঘোষণা করেছেন তিনি। ভারতীয় মুদ্রায় যার মূল্য দাঁড়ায় সাড়ে পচিশ লক্ষ টাকা। অ্যাস্ট্রোফিজিক্স পড়তে আসা যে কোনও ছাত্রই এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। নিজের ইনস্টাগ্রামে একথা ঘোষণা করেছেন তিনি।
বেশ আবেগের ভাষায় শ্বেতা লেখেন, ‘আমি তাঁর কাছে কৃতজ্ঞ যে এই কাজটা সফল করেছে। তুমি যেখানেই থেকো ভাল থেকো। আদরের ভাই তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল। অনেকটা ভালবাসা সারাজীবনভর।” এবং সেই পোস্টের সঙ্গে একটি লিংকও জুড়ে দেন কৃতী।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes