jamdani

ছােটদের পায়ের যত্ন নেবেন কীভাবে

  • বাচ্চার জুতাে নির্বাচনের ব্যাপারে একটু সচেতন থাকুন। বাচ্চার জুতাের মাপটি হওয়া চাই সঠিক। বড়াে বা ছােটো জুতাে পায়ের শেপ নষ্ট করে দেয়।
  • যতই নামী কোম্পানির দামি মডেল হােক না কেন, বাচ্চাকে হিল তােলা জুতাে না পরানােই ভাল। এতে বিপদের সম্ভাবনা তাে থেকেই যায়, এমনকী পায়ের গড়নও নষ্ট হতে পারে। বাচ্চা যতই বায়না করুক, ফ্ল্যাটজুতাে পরাটাই ভাল।
  • ভাল নরম চামড়া বা অন্য মেটেরিয়ালের জুতাে পরান।
  • নতুন জুতাে থেকে পায়ের কড়ে আঙুলের পাশে বা গােড়ালির ওপরের অংশে ফোসকা পড়ে বেশিরভাগ সময়। এটি এড়াতে নতুন জুতাে ব্যবহার করার আগে সারারাত ভেজা কাগজ অথবা কাপড় ঢুকিয়ে রাখুন। জুতাের ভেতর। এতে জুতাের চামড়া নরম হবে। তবে খুব বেশি ভিজে যেন না থাকে। জুতাের চামড়া নষ্ট হয়ে যাবে। কাগজ বা কাপড় অল্প ভিজিয়ে খুব ভাল করে নিংড়ে জল বের করে নেবেন।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes