jamdani

ছবির পোস্টার থেকে বাদ রিয়া চক্রবর্তীর ছবি

‘চেহরে’ ছবির পোস্টার থেকে বাদ গেল রিয়া চক্রবর্তীর ছবি। এই ছবিতে আরও অভিনয় করছেন ইমরান হাশমি ও অমিতাভ বচ্চন। টুইটে ছবির নতুন পোস্টার ও মুক্তির তারিখ ঘোষণা করেন ইমরান ও অমিতাভ বচ্চন। এ বছরের ৩০শে এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক রুমি জাফরির এই ছবি।

এই ছবির পোস্টারে পুরোদস্তুর সিরিয়াস মোডে পাওয়া গেল ‘মেন ইন ব্ল্যাক’ অমিতাভ-ইমরানকে। কোনও কঠিন রহস্য সমাধানের প্রচেষ্টায় রয়েছেন তাঁরা, পোস্টারের আশেপাশে রয়েছেন ক্রিস্টার ডিসুজা, অন্নু কাপুর, ধৃতিমান চট্টোপাধ্যায়, রঘুবীর যাদবরা। কিন্তু আশ্চর্যজনকভাবে এই ছবির পোস্টারে দেখা মিলল না রিয়া চক্রবর্তীর! ছবির প্রমোশ্যানাল পোস্টে রিয়াকে ট্যাগও করেননি ইমরান-অমিতাভরা। যা নিয়ে বেশ কিছুটা ধন্দে অনুরাগীরা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় এক বছর আগেই এই ছবির সঙ্গে যুক্ত হন রিয়া। করোনার সময় ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল। তবে কোভিডের জেরে মুক্তি আটকে যায়। সেই পোস্ট আজও জ্বলজ্বল করছে রিয়ার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে।

প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। সুশান্ত মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে একমাস জেলও খেটেছেন রিয়া। তবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন অভিনেত্রী।

pic curtesy – India Today

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes