jamdani

চোখ সুন্দর রাখতে ট্রাই করুন আই লাইনার ট্রিকস

যাদের চোখ বড়াে বড়াে, তাদের চোখ আঁকলে খুব সুন্দর দেখায়। কিন্তু যাদের চোখ ছােটো, তারা মন খারাপ করবেন না। শুধুমাত্র আপনাদের জন্য রইল সহজ কিছু আই লাইনার ট্রিকস, যা অ্যাপ্লাই করলে আপনার ছােট চোখও বড়াে দেখতে লাগবে।

  • ঘন কালাে রঙের আই লাইনার লাগালে তা আপনার চোখের আকৃতিকে প্রমিনেন্ট করে। কিন্তু আপনার চোখ যদি বড়াে দেখাতে চান তাহলে আপনার চোখের ওয়াটার লাইনে সাদা বা ন্যুড আইলাইনার অ্যাপ্লাই করুন।
  • এতে আপনার চোখের মেকআপ যেমন খুলবে তেমনই চোখের আকার অনেকটা বড়াে দেখাবে। অনেকে সাদা আই লাইনার ব্যবহার করতে পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনি ক্লেশ-টোনড লাইনার অবশ্যই অ্যাপ্লাই করুন।
  • চোখে যদি ডার্ক বা কালাে রঙের আই লাইনার লাগাতে চান তাহলে কাজল কথনওই চোখের কোণা থেকে পরবেন না, চোখের কোণা থেকে খানিকটা দূর থেকে লাইনার আঁকুন।
  • এতে করে আপনার চোখ অনেকটাই বড়াে লাগবে এবং আপনাকে লাগবে মােহময়ী।
  • তবে চোখের কোল এভাবে তাে খালি রাখা যায় না, সেক্ষেত্রে চোখের কোণায় শিমারি-বেজ আইশ্যাডাে বা আই লাইনার অ্যাপ্লাই করে নিন।
  • আপনার চোখ যেমন বডাে দেখাবে তেমনই দেখতে লাগবে উজ্জলও।
  • চোখের মেকআপ আরও বােল্ড করতে একইভাবে তা চোখের নীচের ল্যাশলাইনের তলায়ও অ্যাপ্লাই করতে পারেন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes