jamdani

চুল ভালো রাখতে মেথির যত্ন

রান্নায় মেথি ব্যবহার করতে আমরা দেখেছি। মেথির পরোটা কিম্বা মেথি চিকেন খেতে সকলেই ভালোবাসেন। নর্থ ইন্ডিয়ায় যে কোনও খাবারে মেথির ব্যবহার ভীষণ দেখতে পাওয়া যায়। আর মেথি শরীরের পক্ষে উপকারীও বটে। তবে শুধু যে শরীর তা কিন্তু নয়, চুল ভালো রাখতেও মেথি অনেক উপকারী।

  • মেথিতে নিকোটিনিক অ্যাসিড ও লিথিনিক থাকায় মেথি চুলের যে কোনো রকম সমস্যা দূর করতে সক্ষম। চুল পরা, চুলের ঘনত্ব কমে যাওয়া বা চুল রুক্ষ হওয়া থেকে মেথি খুব ভালো কাজ দেয়।
  • মেথি সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে জল ছেঁকে নিয়ে স্প্রে বোতলে ভরে নিন। রোজ ব্যবহার করলে চুল বেড়ে উঠবে দ্রুত।
  • চুল নরম ও মসৃণ করতে মেথির তেলের সঙ্গে কারি পাতা অল্প আঁচে একটি প্যানে গরম করে নিন। কারি পাতা ভাজা হয়ে গেলে, ভালো করে গ্রাইন্ড করে নিন। এবার ২ চামচ নারকেল তেল ও ২ চামচ কারিপাতা পাউডার মিক্স করে নিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে ছেঁকে নিয়ে চুলের গোড়ায় মাসাজ করুন। এতে চুল বাড়বে দ্রুত।
  • লম্বা এবং ঘন চুল সবারই পছন্দ। ঘুম কম হওয়া বা অতিরিক্ত স্ট্রেসের কারণে অনেক সময় চুল পড়ে যায়। এক্ষেত্রে মেথি সারারাত জলে ভিজিয়ে রাখুন। এরপর সকালে মেথি সহ জল মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিন। এবার অল্প লেবুর রস মিশিয়ে নিয়ে পুরো চুলে লাগিয়ে নিন। একঘন্টা পর হালকা গরম জলে ভালো করে ধুয়ে নিন। এরপর অবশ্যই শ্যাম্পু করে নেবেন।
  • খুশকি দূর করতেও মেথি বেশ ভালো। সারারাত মেথি ভিজিয়ে রাখার পর সকালে মিক্সিতে বেটে নিন। একটি ডিম ফাটিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মাথায় এবং চুলে ভালো করে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। ভালো করে শ্যাম্পু করে নিন তারপর।
  • চুলের অকালপক্কতা রোধ করতে ব্যবহার করতে পারেন মেথি। মেথি জলে সারারাত ভিজিয়ে রাখুন। এরপর কয়েকটি কারিপাতা জলে সেদ্ধ করে ঠান্ডা করে নিন। মিক্সিতে মেথি এবং সেদ্ধ করা কারিপাতা ভালো করে মিশিয়ে পেস্ট মতো বানিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। আধ ঘন্টা পর ঠান্ডা জল দিয়ে মাথা ভালো করে ধুয়ে ফেলুন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes