jamdani

চুলের যত্নে চায়ের লিকার

আমাদের সকলের অতি প্রিয় একটি পানীয় চা। অন্য কিছু হোক বা না হোক, চা ছাড়া আমাদের কিন্তু এক দিনও চলে না। সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা আমাদের চাইই চাই। তা সে কড়া এক কাপ লিকার চা হোক, কিংবা ঘন দুধের সাঙ্গে গরম মশলা মেশানো চা। সারা রাতের আলিশ্য ভরা ঘুম তাড়িয়ে নিমিষেই চাঙ্গা করে তুলতে চায়ের জুড়ি মেলা ভাড়।
কিন্তু এই চা পাতা যে আমাদের শরীরের সঙ্গে সঙ্গে আমাদের চুল গুলোকেও চাঙ্গা করে তুলতে পারে সেটা কি আপনারা জানেন। অনেকে্রই হয়তো অজানা। আসলে চা পাতা আমাদের চুলের যত্নে অনেক কার্যকরি ভূমিকা পালন করে। চা পাতার এই সকল উপকারিতার জন্য বহু আগে থেকেই বিভিন্ন দেশে চুলের যত্নে চায়ের লিকার ব্যবহার করা হয়। তাই আর দেরি কেন, আপনিও ঘরে চুলের পরিচর্যায় ট্রই করতেই পারেন চায়ের লিকার।

উপকরণ
চা পাতা ৩ টেবিল চামচ প্রথমে দুই কাপ জল ওভেনে ফুটতে দিতে হবে। জল টগবগ করে ফুটে উঠলে তাতে চা পাতা দিয়ে ওভেনের আঁচ কমিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটানোর পর যখন জল কমে এক কাপ মতন হয়ে আসবে তখন ওভেন বন্ধ করে দিতে হবে। এই অবস্থায় চায়ের লিকার এক ঘন্টা মতন রেখে দিতে হবে। এই সময়ের মধ্যে চায়ের লিকার ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসবে। তখন এটি ব্যবহার করা যাবে।

পদ্ধতি

  • প্রথমে শ্যাম্পু দিয়ে চুল খুব ভাল করে পরিস্কার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাথায় কিংবা চুলে যেন কোন রকমের ময়লা কিংবা তেল না থেকে যায়। দরকার হলে একাধিক বার শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করে পুনরায় চুল খুব ভাল করে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।
  • এরপরে আগে থেকে বানিয়ে রাখা ঠান্ডা চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে নিতে হবে। এই ভাবে দুই মিনিট থেকে তিন মিনিট রেখে দিতে হবে।
  • এরপরে জল দিয়ে চুল ধোবার আর দরকার নেই। তোয়ালে দিয়ে হালকা করে চুল গুলো মুছে নিলেই হবে। চায়ের লিকার আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। সেই সাথে চুলকে অনেক প্রাণউজ্জল করে তোলে।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes