jamdani

চুলের ডগা ফেটে যাচ্ছে! কি করবেন?

জেট যুগে আমরা সবসময় ব্যস্ত। চাকরি বা লেখাপড়ার কারণে বাধ্যতামূলকভাবে বাইরে বেরুতেই হয়। আর বাইরে বের হবার জন্য রােদ বেশি লাগে চুলে। ফলে লাল হয়ে যায় চুল। আর অতিরিক্ত সূর্যের তাপে দিনের পর দিন চুল লাল হতে হতে একসময় চুলের ডগা ফেটে যায়।

কেন ডগা ফাটে এবং তার সমাধান :

  • শ্যাম্পুর মধ্যে রাসায়নিক পদার্থ থাকে যা, চুলের ক্ষতি করে। তাই চুলের সঠিক পরিচর্যা করুন মৃদু ক্রিয়াশীল শ্যাম্পু বা আয়ুর্বেদিক শ্যাম্পু দিয়ে।
  • শ্যাম্পু করার পর যে জলে মাথা ধােয়া হয়, তাও অনেকসময় ক্ষতি করে চুলের। বিশেষ করে শহরের বাসিন্দারা জানেন না যে কলের জলে প্রচুর পরিমাণে ক্লোরিন থাকে। এই ক্লোরিন যুক্ত জল প্রতিদিন ব্যবহারের ফলে চুলের ডগা ফেটে যায়। তাই এই জল ব্যবহারের আগে জলকে ফুটিয়ে ঠান্ডা করে নেবেন। সূর্যের তাপ যাতে চুলে না লাগে তার জন্য অবশ্যই ছাতা ব্যবহার করবেন।
  • চুলের ডগা ফেটে গেলেই বুঝবেন চুলের প্রচন্ড ক্ষতি হয়েছে। এক্ষেত্রে প্রথমেই চুলের ডগাগুলি কেটে ফেলার চেষ্টা করবেন। কেননা ডগা ফাটা অবস্থায় রেখে দিলে তা চুলের গােড়া পর্যন্ত চলে আসতে পারে। সেক্ষেত্রে আপনার চুল খুব বেশি পরিমাণে উঠে যাবে এবং ফাটা ডগার জন্য চুলের বৃদ্ধিও বন্ধ হয়ে যায়।
  • চুলের ডগা, আঁচড়ানাের দোষেও ফেটে যায়। গতিশীল জীবনে হুটোপাটির জন্য অনেকেই চুল টেনে হিচড়ে আঁচড়ান। এতে চুলে আরও বেশি পরিমাণে জট পড়ে যায়। জট পড়লে আরও টানাটানির কারণে ছিড়ে যায় চুল। আর যে চুলগুলি ছিড়ে যায় না, সেগুলি নমনীয়তা হারিয়ে ফেটে যায়। সুতরাং, চুলকে যদি কোমল ঝরঝরে চকচকে রাখতে চান, ধৈর্য সহকারে চুলকে ধীরে ধীরে আঁচড়ান। সময়ও লাগবে না অথচ চুলও সুন্দর থাকবে। মনে রাখবেন, বেশি তাড়াহুড়াে করলেই চুলে জট পড়ে আরও বেশি সময় নষ্ট হবে। আপনার।
  • শ্যাম্পু করার আগের দিন রাতে নারকেল তেল আঙুল দিয়ে চুলের গােড়ায় গােড়ায় লাগিয়ে ভাল করে মাসাজ করুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। এতে চুল থাকবে নরম।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes