jamdani

চুলের অকালপক্কতা রােধ করতে চান ?

চুলের ত্বকে মেলানােসাইট কোষ থাকে। এতে মেলানিন নামক রঞ্জক পদার্থ উৎপন্ন হয়। মেলানিনের জন্যই চুল কালাে হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বা অন্য কোনও কারণে মেলানিন উৎপাদন কমে গেলে চুল পাকে। চুল পাকার কয়েকটি ঘরােয়া সমাধান হল—

  • ৯/১০টি শুকনাে আমলকি ও ১ চামচ মেথি এক কাপ চায়ের লিকারে ভিজিয়ে রাখুন রাতভর। পরে মিহি করে বেটে চুলে লাগিয়ে রাখুন।
  • যাঁদের চুল সবে ধূসর হতে শুরু করেছে তারা চায়ের লিকারে আমলকির রস মিশিয়ে চুলে মাখুন।
  • আমলা পাউডার, তেল, ডিম, দই, আমলকি, শিকাকাই, ব্রাহ্মী একসঙ্গে মেশান। কালাে রঙ চাইলে জবাফুলের রস মেশাতে হবে।।
  • বাড়িতে ব্লিচ করতে চাইলে মধু, পাকা কলা ও টকদইয়ের ঘন মিশ্রণ সবথেকে ভালাে।
  • অনেকেই চুল রঙ করান। ভেষজ রঙ ব্যবহার করতে পারেন। এতে ক্ষতি হবার সম্ভাবনা কম।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes