jamdani

চিরঘুমের দেশে পাড়ি দিলেন, সত্যজিৎ রায়ের ‘বিমলা’ স্বাতীলেখা সেনগুপ্ত 

চিরনিদ্রায় চলে গেলেন সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবির ‘বিমলা’ স্বাতীলেখা সেনগুপ্ত। ২২ মে, দিন কয়েক আগেই ৭১-এ পা রেখেছিলেন অভিনেত্রী। তবে জন্মদিনের মাস ঘুরতে না ঘুরতেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন বাংলা সিনে ইন্ডাস্ট্রি তথা থিয়েটার মঞ্চের জনপ্রিয় অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত।

পরিবার সূত্রের খবর, কিডনির সমস্যা নিয়ে গত ২৫দিন ধরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ICU-তে ভর্তি ছিলেন তিনি। মঞ্চ দাপিয়ে বেড়ানো সেই অভিনেত্রীর পথ চলা থমকে গেল বুধবার দুপুরে। হাসপাতাল সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই ডায়াবেটিস ছিল সেখান থেকেই ম্যাসিভ কিডনি ফেলিওর হয় অভিনেত্রীর।

‘১৯৮৪’ সাল, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক পর্দায় সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরেছবি দিয়েই পর্দায় পদার্পণ করেছিলেন স্বাতীলেখা। সেই ছবির দৌলতেই তাঁর মুখে শোনা গিয়েছিল নারী মুক্তি প্রসঙ্গ। এরপর বাংলা ছবির দর্শক বহু বছর তাঁকে আর পর্দায় দেখতে পাননি। কিন্তু রূপোলি পর্দার বাইরে তিনি দাপিয়ে বেড়াচ্ছিলেন অন্য এক মঞ্চে। থিয়েটারের মঞ্চে। তবে প্রযোজক-পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুরোধেই ফের একবার বাংলা সিনেমায় প্রত্যাবর্তন ঘটে নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্তের স্ত্রী স্বাতীলেখা সেনগুপ্তের।

উল্লেখ্য, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেই রুপোলি পর্দায় স্বাতীলেখার পথ চলা শুরু। মাণিকবাবুর ‘ঘরে বাইরে’ সিনেমায় তাঁদের জুটি আজও প্রশংসিত। আবার দীর্ঘ ৩১ বছর পর, সেই সৌমিত্রর সঙ্গেই পর্দায় ফিরেছিলেন তিনি। ‘বেলা শেষ’ এর পর শ্যুট হল ‘বেলাশুরু’ ও। আর সেই ছবি মুক্তির আগেই না ফেরার দেশে চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তের জুটি। সৌমিত্রর সঙ্গেই প্রথম সিনেমা, আর ফিল্মি কেরিয়ারের শেষ ছবিটাও তাঁর সঙ্গেই সমাপ্ত করে গেলেন ।

 

 

 

 

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes