jamdani

চিকেন ব্রেড টোস্ট

মায়েদের ঘুম ছুটেছে সোনা তার কিছুই খায় না। তবে এবার নো চিন্তা। রান্নায় আনুন টুইস্ট, ওরা খাবে চেটেপুটে। আপনি শুধু রেঁধে ফেলুন মন দিয়ে।
উপকরণঃ
• সেদ্ধ করা চিকেন – ৩ টুকরো
• পেঁয়াজকুচি – ১ টেবিল চামচ
• পাউরুটি – ৬ পিস
• টমেটো, পেঁয়াজ,ক্যাপসিকাম, গাজর কুচি – ১ টেবিল চামচ
• বাটার – পরিমানমতো
• চিজ – পরিমানমতো
• নুন – পরিমানমতো
• গোলমরিচ গুঁড়ো – পরিমানমতো

পদ্ধতিঃ
• একটি পাউরুটিতে মাখন মাখিয়ে সব সবজি একে একে সাজিয়ে সেদ্ধ করা চিকেন দিন।
• শেষে চিজ দিয়ে নুন ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আর একটা পাউরুটি দেয়ে চেপে দিন।
• প্যানে বাটার ব্রাশ করে এপিঠ-ওপিঠ ভেজে নিন।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes