হ্যাঁ দুই দেশের সীমান্ত নিয়ে কতকিছুই না ঘটতে দেখা যায়। কিন্তু এরকম মজার ঘটনা শুনেছেন কখনো, চাষাবাদ করতে গিয়ে বদলে দেওয়া হলো দেশের সীমান্তকেই। ঘটনাটি সম্প্রতি ঘটেছে বেলজিয়ামে। স্থানীয় এক কৃষক জমিতে চাষ করতে গিয়ে টড়াক্টর চলার পথে একটি পাথর দেখে অতিশয় বিরক্ত হন। এরপর পাথরটি সরিয়ে দেন প্রায় সাড়ে ৭ ফুট দূরে। আর এতেই ঘটে যায় অবাক ঘটনা।
বিবিসির এক সংবাদসূত্রে জানানো হয়, স্থানীয় এক উৎসাহী নাগরিক হাটার সময় খেয়াল করেন দুই দেশের সীমান্ত নির্ধারিত পাথরটি ২ দশমিক ২৯ মিটার সরে ফ্রান্সের দিকে চলে গেছে।
তবে এই ঘটনায় দুই দেশের মধ্যে কোনো ঝামেলা হয়নি। বরং হাসিমুখেই দু’পক্ষ বিষ্যটি মিটমাট করেছে।
বেলজিয়ামের এরকুইলিনস গ্রামের মেয়র ডেভিড ল্যাভক্স মজা করে বলেন,’আমাদের সীমান্ত নিয়ে যুদ্ধ করা থেকে বিরত থাকা উচিৎ’।
তিনি মজা করে বলেন‘ওই কৃষক বেলজিয়ামকে বড় এবং ফ্রান্সকে ছোট বানিয়ে ফেলেছিল। এটা মোটেও ঠিক না।‘ ‘আমি খুশি ছিলাম যে আমার শহরটা বড়ো হয়ে গেছে’।
অন্যদিকে ফ্রান্সের গ্রাম অরিলি ওয়েলোনেক এর মেয়রও মজা করে বলেন, “আমাদেরকে সীমান্ত যুদ্ধ পরিহার করতে সক্ষম হওয়া উচিত।”
ফ্রান্স এবং বেলজিয়ামের সীমানা ৬২০ কিলোমিটার দীর্ঘ। ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নের পরাজয়ের পর ১৮২০ সালে স্বাক্ষরিত কর্টরিজকের চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবেই প্রতিষ্ঠিত হয় এই সীমান্ত। পাথরটির গায়ে খোদাই অনুসারে এটি ১৮১৯ সালে স্থাপন করা হয়েছিল।
সন্দীপ মুখোপাধ্যায় - “নাম কী? থাকো কোথায়? কোন ক্লাস অবধি... Read More
লিপস্টিক আমার কাছে লিপস্টিক নয়। লিপস্টিক আমার কাছে প্রতীক। রং...
আমরা সবাই জানি যে ত্রিদেব বলতে ব্রহ্মাণ্ডের তিন প্রধান স্তম্ভকে...
নাতাশা স্নান সেরে এসছে। সারাটা ঘরই এখন গন্ধস্নান করছে। একই...
পুলিশের উর্দিটা তখনও গা থেকে খুলিনি, সুসময়ী বলল, “তােমার জন্য...
শাে তখন জমে উঠেছে। শীতের সন্ধে। গায়ে ছিল হালকা জ্যাকেট।...
এদেশে সোনাকে স্থিতি এবং ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।...
চা আর প্রজাপতি বিস্কুট। খাবার মধ্যে এই। কিন্তু কথা ছিল...
রিশপের ছবিগুলাে সব ফেসবুকে আপলােড করার পর কম্পিউটারের সামনে থেকে...
সকাল বেলাটা আজকাল বিজনের বেশ সমস্যার। থিতু হয়ে প্রভাত উপভােগ...
লােকে ‘ব্যোমকেশ’ নামে ডাকেন। নতুন নামকরণ হয়েছে ‘সােনা দা। এদিকে...