jamdani

চটজলদি মেকআপ ট্রিকস

অফিস পার্টি বা অকেশনে নিজেকে একেবারে নতুন রূপে মেলে ধরতে জেনে নিন মেকআপ ট্রিকস –

স্টেপ ১ঃ গােল, ডিম্বাকৃতি, লম্বাটে না চৌকো, কেমন আপনার মুখের আকৃতি তার ওপর নির্ভর করবে মেকআপ। সঠিক কায়দায় মেকআপ করতে পারলে আপনাকে আরও সুন্দর দেখাবে। যাদের মুখ গােলাকৃতি তারা নিজের স্কিন টোনের চেয়ে এক শেড ডার্ক ফাউন্ডেশন চিক বােনে লাগান।

স্টেপ ২ঃ ফাউন্ডেশন ভাল করে ব্লেন্ড করে নিন। ব্লাশ অন লাগানাের সময় চিক বােনে আউটওয়র্ড ও আপওয়র্ড ডিরেকশনে লাগিয়ে ব্লেন্ড করে নিন। চিক বােন উজ্জ্বল দেখাবে।

স্টেপ ৩ঃ মুখ ওভাল শেপ হলে কপালের ঠিক মাঝখানে ও থুতনিতে হাইলাইটার লাগান, চিক বােনের একটু ওপরে একটু হালকা শেডের ব্লাশ অন লাগান। আর চিক বােনের ঠিক নীচে এক শেডের ডার্ক টোনের ব্লাশ অন লাগান।

স্টেপ ৪ঃ চিক বােনের ঠিক নীচে এক শেড ডার্ক টোনের ব্লাশ অন লাগান। চৌকো মুখের ক্ষেত্রে জ-লাইন বরাবর স্কিনটোনের চেয়ে একশেড ডার্ক ফাউন্ডেশন লাগিয়ে নিন।

স্টেপ ৫: সবশেষে কপালের ঠিক মাঝখানটা ও নাকের দু’পাশে হাইলাইটার লাগান। মুখ লম্বাটে হলে দু’শেডের ফাউন্ডেশন মুখে, গলায় লাগিয়ে ডার্ক শেডের ফাউন্ডেশন কপালে, থুতনিতে ও চিক বােনে লাগিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes