jamdani

চটজলদি দূর করুন ট্যান, রইল টিপস

লকডাউনে এখন ঘরেই সব কাজ। বাইরে বেরনোর হচ্ছে না। কিন্তু তার মানে এমনটা তো নয়, যে ত্বকে ট্যান পড়ছে না। এটা জানেন কি রান্নার আঁচেও কিন্তু ত্বকে ট্যান পড়ে যায়। আর  সুন্দর ত্বকের এই অবস্থা দেখে মনের কোণে কষ্টের সীমা নেই৷ কিন্তু বাড়িতে বসে কষ্ট পেলে তো আর হবে না৷ তার পরিবর্তে ঘরোয়া উপায়েই হয়ে উঠুন আরও বেশি মোহময়ী৷ আপনার জন্য আজ রইল সেরকমই কিছু টিপস৷

শশা: ট্যান রিমুভ করতে শশা কিন্তু ভীষণ কার্যকরী। অফিসের কাজ এখন বাড়িতেই। তার মানেই বাইরে বাইরে ঘোরা৷ ব্যস্ত জীবনে পাল্লা দেওয়াটা কমেছে। কিন্তু রাত জাগা বেড়েছে অনেকটাই। সেখানে কমতি নেই। আর তার ফলে চোখের নিচে কালি, মুখে কালো ছোপ৷ ক্লান্তি যেন স্পষ্ট৷ এই পরিস্থিতিতে চটজলদি ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে একমাত্র ভরসা শশা৷ পাতলা করে শশা কেটে নিন৷ তারপর কিছুক্ষণ হালকা হাতে গালে ঘসতে শুরু করুন৷ মিনিট ১০ গালের উপর ওই শশার আস্তরণ লাগিয়ে রাখুন৷ শশার রস শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন৷

হলুদ-বেসন-দই: প্রায় প্রতিটি বাড়িতেই হলুদ, বেসন, দই থাকবেই৷ আপনার ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনার জন্য এই তিনটি উপকরণ ম্যাজিকের মতো কাজ করে৷ একটি পাত্রে হলুদ, বেসন এবং দই এক চামচ করে নিন৷ অল্প জল দিয়ে পেস্ট তৈরি করুন৷ ব্রাশ অথবা হালকা হাতে চোখ বাদ দিয়ে গোটা মুখে মাখুন৷ শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ পরিষ্কার করুন৷

মধু-লেবু: আপনার হারানো ত্বকের জেল্লা ফিরিয়ে আনার জন্য মধু এবং লেবুর কোনও বিকল্প নেই৷ একটি পাত্রে দু’চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর রস মেশান৷ ১৫ মিনিট ধরে ত্বকে ওই মিশ্রণ লাগিয়ে রাখুন৷ এবার শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন৷

দুধ:  শুধুমাত্র দুধের ব্যবহারেই আপনার ত্বক হয়ে উঠতে পারে আরও উজ্জ্বল৷ একটি বাটিতে অল্প কাঁচা দুধ নিন৷ তুলো দিয়ে ভালো করে গোটা মুখে মাখুন৷ ১০মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন৷ ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।

নিচের ভিডিও লিঙ্কটি ক্লিক করে আরও বিস্তারিত জেনে নিন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes