jamdani

চটজলদি কাজল মুছতে চান ?

কাজ শেষ করে বাড়ি ফিরতে যত রাতই হােক মেকআপ রিমুভ করতেই হবে। এক্ষেত্রে কাজল মােছাটা একটু টাফ জব। বলে মনে হতেই পারে। সহজ সমাধান আছে এর। কন্টেনারে জল এবং অলিভ অয়েল মিশিয়ে রাখুন ৩ঃ ১ রেশিওতে। কটন বলে এই মিশ্রণ নিয়ে আলতাে করে মুছে নিন কাজল। সহজে উঠে যাবে। তবে পুরাে মুখের মেকআপ তােলার জন্য স্প্রে বা ফোম মেকআপ রিমুভার ব্যবহার করা দরকার।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes