jamdani

ঘর সাজানাের ইতি-উতি

  • শুধু লিভিংরুম নয়, বারান্দা ও শােয়ার ঘরেও কায়দা করে বসার জায়গা বানিয়ে নিন। লিভিংরুম বা বসার ঘরে সােফা বসাতে হবে এমন কোনাে কথা নেই। ছােট টুল রাখুন। আর তার জন্যে বানিয়ে নিন আসন। পুরনাে কাপড়ের ওপর সুতাে দিয়ে বিভিন্ন ডিজাইন করে নিন।
  • বিছানা, ডিভান, সােফার জন্য ছােট-বড় কুশন বানাতে পারেন। কারণ রঙিন কুশন ব্যবহার করলে
    ঘরের উজ্জ্বলতা বাড়ে।
  • সময় যখন পেয়েছেন, ঘরের আসবাব একটু অদল-বদল করে নিন। বসার ঘরের সােফাসেট যে পাশে ছিল, এবার সে স্থান পাল্টে দিন। শােয়ার ঘরের বিছানাটার জায়গা বদলে নিয়ে যান অন্য
    কোথাও। তবে চেষ্টা করুন আলাে ও জানালার সদ্ব্যবহার করার।
  • পুরনাে রঙিন ওড়না বা কাপড় দিয়ে টেবিল ম্যাট, রান্নাঘর কিংবা স্নানঘরের জানালার পর্দা বানিয়ে নিন। তাছাড়া পুরনাে টি-শার্টের বুকে বা পিঠে সুন্দর ছবি থাকলে সে অংশ ভালাে করে কেটে ফ্রেমে বাঁধাই করে নিন। এবার মানানসই দেয়ালে টাঙিয়ে রাখুন।
  • বাড়িতে পড়ে থাকা কাঁসার থালা বা কলসি দিয়েও ঘর সাজাতে পারেন। ঘড়া পরিষ্কার করে তার
    মধ্যে ফুল রাখুন৷ সে প্লাস্টিকের ফুলও রাখতে পারেন। ঘর সুন্দর দেখাবে।
  • বুক সেলফের র্যাকে রাখতে পারেন রঙিন কিছু গ্লাস বা বাটি।
  • রঙিন বা ক্র্যাপড পেপার দিয়ে মােমদানি মুড়িয়ে নিতে পারেন। আর তাতে পালক গুজে দিলে দেখতে কিন্তু চমৎকার লাগবে।
  • পুরনাে ম্যাগাজিন ফেলে না দিয়ে পাতাগুলাে গােল করে মুড়িয়ে নিন। একটি রিংকে বেজ করে ঘুরিয়ে ম্যাগাজিনগুলাে আঠা দিয়ে লাগান। চমৎকার গারল্যান্ড তৈরি হবে।
  • রঙিন ওয়ালপেপারে গ্লাস দিয়ে তৈরি করে ফেলুন চমৎকার শােপিস। সুযােগ থাকলে কিছু প্লাস্টিকের তৈরি ফল রাখুন ডাইনিং রুমের জন্য চমৎকার ইন্টেরিয়র।
  • ডাইনিং টেবিলের ওপর একটি ফুলদানি রেখে তাতে কিছু শুকনাে গম বা ধানের শীষ রাখতে পারেন। ডাইনিং সাজে আসবে নতুনত্ব।
  • একটি প্লেটে মােমবাতি রেখে তার চারপাশে যেকোনাে সবজির বীজ রাখুন। দেখতে চমৎকার লাগবে। ইচ্ছা হলে এগুলাে একটু রঙ দিয়ে রঙিন করে নিতে পারেন।
  • অনেকগুলাে ঝাঁড়ুর কাঠি নিয়ে, তার গায়ে রঙিন সুতাে বেঁধে নিন। তারপর ফুলদানিতে রাখুন৷
  • ডাইনিং রুমে ছােট ছােট বয়ামে বা লম্বা গ্লাসে বিভিন্ন মসলা রাখুন। দেখতে ভালাে লাগবে।
  • ডাইনিং, কিচেন বা লিভিং রুমের একটা দেয়ালে কিছু রঙিন ও নকশাদার প্লেট সাজিয়ে রাখুন। এটাও ইন্টেরিয়রে আনবে নতুনত্ব।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes