jamdani

ঘরেই কীভাবে করবেন কন্ডিশনার?

আমাদের চুলে স্বাভাবিক তেল থাকে। যা শ্যাম্পু করলে বেরিয়ে যায়। তাই শ্যাম্পু করার পরে কন্ডিশনার ব্যবহার করলে চুলের মুথনেস ফিরে আসে। ঘরেই বানিয়ে নেওয়া যায় কন্ডিশনার।

  • ১ চামচ ভিনিগার, ১ চামচ ক্যাস্টর অয়েল, ১ চামচ গ্লিসারিন মিশিয়ে মাথায় লাগান।
  • চুলে মধু ও অলিভ অয়েল মিশিয়ে লাগান। গরম জলে তােয়ালে মিশিযে ভাপ নিন। লালচে চুল হলে এটি ব্যবহার করবেন না।
  • দই, মধু ও গ্লিসারিনের মিশ্রণটি চুলের জন্য খুব উপকারী। যা চুলের কন্ডিশনার হিসেবে বেশ ভালাে।
  • চুল খুব অযেলি হলে মেহেন্দি লাগান ১৫ দিন পর পর।
  • সাধারণ চুলে শিকাকাই, আমলকী ও দইযের প্যাক লাগান।
  • এক চামচ জলে জিলেটিন মিশিয়ে সেই জলে চুল ধুয়ে নিন। তাহলে বর্ষাকে ওয়ার্ম ওয়েলকাম করুন। চাইলে ভিজতেও পারেন ভরা বর্ষায়।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes