jamdani

ঘরােয়া ফেস স্ক্রাবার

ত্বকের ওপর জমে থাকা মৃত কোষের স্তর ত্বকের জেল্লা কমায়, ত্বককে করে তােলে নিপ্রাণ ও বিবর্ণ। এর জন্য নিয়মিত স্ক্রাবিং করা খুব জরুরী। বাড়িতেই বানিয়ে নেওয়া যেতে পারে স্ক্রাবার।

  • সুজি, চিনি, শসার রস ভাল করে মিশিয়ে মুখে হালকাভাবে ঘষে নিয়ে ধুয়ে ফেলুন।।
  • কমলালেবুর খােসা ও চালের গুঁড়াের পেস্ট অথবা বার্লি ও ঠান্ডা দুধের মিশ্রণ হিসেবে ব্যবহার করতে পারেন যাঁদের নর্মাল
    স্কিন তারা।
  • ড্রাই স্কিন হলে চালের গুঁড়াের সঙ্গে দুধের সর ও মধু স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন।
  • মুসুর ডাল বাটা ও কমলালেবুর খােসা দিয়ে স্ক্রাব করা যায়।
  • কম্বিনেশন স্কিন হলে কর্নফ্লাওয়ার ও এক চিমটে কপূর হালকা গরম জলে মিশিয়ে স্ক্রাবিং করুন।।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes