jamdani

গোয়েন্দাগিরির পাঠ চুকিয়ে এবার ফ্যামিলি সামলাবেন আবির

করোনা আবহে মাল্টিপ্লেক্সে সিনেমা রিলিজ হচ্ছে না আর। কিন্তু নিউ নরমালে মাল্টিপ্লেক্সে রিলিজ করতে চলেছে আবির ও রুক্মিণীর অভিনীত ‘সুইজারল্যান্ড’। ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে ‘জিৎ ফিল্ম ওয়ার্কস’-এর পরবর্তী ছবি ‘সুইজারল্যান্ড’-এর ট্রেলার। এক সাধারণ মধ্যবিত্ত জীবনযাপনের গল্প। গল্পের নায়ক শিবু। যে চরিত্রটি করছেন আবির চট্টোপাধ্যায়। গোয়েন্দাগিরির পাঠ চুকিয়ে আবির এবার সাদাসিধে মধ্যবিত্ত বাঙালি সেলসম্যান। আর আবিরের স্ত্রীর ভূমিকায় রুক্মিণী মৈত্র। অর্থাৎ দর্শকদের জন্য যা সত্যি এক চমক অপেক্ষা করছে।

এই জুটি নিয়ে টলিউড আর সাধারণ মানুষ খুবই উৎসাহী। ট্রেলার ও গানে তাঁদের অন স্ক্রিন কেমিস্ট্রি দেখার মতো। ‘সুইজারল্যান্ড’ ছবিটাও সরলভাবে জীবনের কথা আর মধ্যবিত্ত মূল্যবোধের কথা বলে। আবিরের বক্তব্য, এখানেই ছবির মজা। মূল্যবোধ ও আদর্শের কথা বললেও এই ছবি কখনওই জ্ঞান দেওয়ার রাস্তায় হাঁটে না। আবির রুক্মিণী ছাড়াও খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অনেকদিন পর কাজ করছেন অরুণ মুখোপাধ্যায়। রয়েছেন বিশ্বনাথ বসু, অম্বরীশ ভট্টাচার্য, অরিন্দম গঙ্গোপাধ্যায়, আলোকানন্দা রায়।


শিবু চরিত্রে আবিরকে ইতিমধ্যেই দর্শক খুব ভালবেসেছেন। এতগুলো বছর লার্জার দ্যান লাইফ গোয়েন্দা চরিত্র থেকে বেরিয়ে খুব সহজেই পাড়ার শিবু হয়ে গিয়েছেন আবির। সবমিলিয়ে কমপ্লিট ফ্যামিলি প্যাকেজের মুভি অনেকদিন পর বাংলা সিনেমায় আসছে এই কালীপুজোয়। যা দর্শকের মুখে হাসি ফোটাবে।

মজার ব্যাপার হলো দুজনের গালেই টোল পড়ে। যদিও রুক্মিণীর দাবি, তাঁর গালে টোলটাই আসল। আর আবিরেরটা স্রেফ গালের কাটা দাগের এক্সটেন্ডেড পার্ট। এই নিয়ে দুজনের খুনসুটি চলছেই। আপাতত রিলিজ হওয়ার অপেক্ষা। সিট বেঁধে নিন নিজের নিজের, আর  মিষ্টি এক জার্নির জন্যে তৈরি হয়ে যান।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes