jamdani

গোপনেই নাকি বিয়ে করে ফেলেছেন প্রীতি-আমির

ভাইরাল খবরে তোলপাড় বি-টাউন, অবশেষে মুখ খুললেন প্রীতি। বলিউড মানেই গসিপের আতুঁর ঘর। একের পর এক স্টারেদের উপস্থিতিই যেন এক এক সময় হয়ে ওঠে নয়া ঝড়ের কারণ। কখনও সামনে উঠে আসে গোপন সম্পর্কের কাহিনি, কখনও আবার বিচ্ছেদ, বিদ্বেষের সুর। তবে আমির খান ও প্রীতি জিন্টার ক্ষেত্রে ঘটে বিষয়টা কাকতালিয়ভাবে। ঠিক কী ঘটেছিল।

সাল ২০০২, তখন পর্দায় হিট জুটি আমির খান ও প্রীতি জিন্টা। একে অন্যকে কড়া টক্কর দিয়ে অভিনয় জগতে সাড়া ফেলেছেন। যা মুহূর্তে নজর কাড়ে। এই জুটি অভিনীত ছবি দিল চাহতা হ্যায় বক্স অফিসেও বিস্তর প্রভাব ফেলে। কিন্তু পর্দার সামনে থাকা কেমিস্ট্রি যতটা সকলকে চমকে ছিল, ঠিক ততটাই অবাক করা ছিল পর্দার পেছনের গল্প। গোপনে না কি আমির খান প্রীতি জিন্টাকে বিয়ে করতে চলেছেন। হঠাৎই ফাঁস হয়ে যায় এই খবর। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে বি-টাউনে। কারণ আমির খান ও প্রীতি জিন্টা ছিলেন খুব ভালরো বন্ধু। তবে আমিরের জীবনে খুব গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষী ছিলেন তিনি। তাই এই ধরনের খবর রটে যাওয়াটা ছিল স্বাভাবিক। সেই সময়ই আমির খান ও তাঁর প্রথম পক্ষের স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। যার ফলে অভিযোগের আঁঙুল যায় প্রীতি জিন্টার দিকে। তিনি একাধিকবার জানিয়েছিলেন, তাঁরা কোনও বিয়ের পরিকল্পনা করেননি। তাঁদের মধ্যে কোনও গোপন সম্পর্কও নেই।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes