jamdani

‘ গাল্লি বয়’- এর গান ‘-এ উত্তাল নাচ দীপিকার

রণভীর অভিনীত মুভি ‘ গাল্লি বয়’- এর গান ‘আপনা টাইম আয়েগা’ গানটি নিজের কন্ঠে গেয়ে, সেই গানের তালে তালে নেচে স্বামী রণভীর থেকে শুরু করে নেটিজেনদের নিমিষের মধ্যে মন জয় করলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। বলিউডের হট কাপলদের তালিকা যদি দেখা যায় তাহলে তাদের মধ্যে প্রথম সারিতে নাম করে নিয়েছেন দীপিকা রনভীরের জুটি। তাদের দুষ্টু মিষ্টি সম্পর্কের কেমিক্স যেন দর্শকদের মনের আগ্রহ বাড়িয়ে তুলেছে আরোও। রূপোলী পর্দায় যতবার এই জুটি একসঙ্গে এসেছে, ততোবার দর্শকদের মনে আলাদাই জায়গা করে নিয়েছে এই জুটি। ‘আপনা টাইম আয়েগা’ গানটির তালে নাচার ভিডিও তুলে নিজের ইনস্টা প্রোফাইলে শেয়ার করে রণভীর লিখলেন, ” এতদিনে আমার জন্য একজন চিয়ারলিডার পেলাম।” তবে রেস্তোরাঁতে দীপিকার এই নাচ মুহূর্তে ভাইরাল।

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

২০২১-এ মুক্তি পেতে চলেছে কবীর খান পরিচালিত ‘ 83 ‘। যেখানে স্ক্রীন ভাগ করে নিতে দেখা যাবে রণভীর- দীপিকাকে। এখন আপাতত তাতেই ব্যস্ত এই জুটি।

 

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes