jamdani

‘গান ডাব করে চালানো হয়’, রিয়ালিটি শো নিয়ে বিস্ফোরক হলেন সোনু নিগম

কয়েক দিন আগেই জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২’। কিশোর কুমার স্পেশ্যাল এপিসোডে বিচারক হিসেবে উপস্থিত হওয়া কিশোর পুত্র অমিত কুমার বলেছিলেন, প্রতিযোগীদের গান একেবারেই ভাল লাগেনি তাঁর।

তারমধ্যে সোনু নিগমের এক পুরনো সাক্ষাৎকার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যে সাক্ষাৎকারে সোনু বলেছিলেন বেশিরভাগ রিয়ালিটি শো’য়েই নাকি গান ডাব করে চালানো হয়। সোনু বলেন, “এমন অনেক শো আছে যেখানে গান ডাব করে চালানো হয়। কারণ প্রতিযোগীদের কোনও খারাপ পারফরম্যান্স প্রকাশ্যে আসুক তা তাঁরা চান না।” মিউজিক কোম্পানিগুলিকে একহাত নিয়ে তিনি বলেন, “তাঁরাই তো প্রযোজকদের নিজেদের গান চালাতে বলেন। ওই সব কোম্পানি শুধু নিজেদের শিল্পীদেরই প্রমোট করে। অন্যান্য শিল্পীরা সমানগুণ সম্পন্ন হলেও তাঁরা তাই করে থাকেন।”

এক স্পেশাল এপিসোডে যখন কুমার শানু অতিথি বিচারক হয়ে এসেছিলেন ওই শো’য়ে অমিত কুমারকে কটাক্ষ করেই আদিত্য কুমার শানুকে বলেছিলেন, “স্যার, আপনি প্রতিযোগীদের প্রশংসা করছেন। আমি জানতে চাইব, এই প্রশংসা কি মন থেকে করলেন, নাকি আমাদের টিমের কোনও সদস্য আপনাকে প্রশংসা করতে বলেছেন?” আদিত্যর ওই মন্তব্যের পর থেকেই পক্ষে-বিপক্ষে ঝড় উঠেছে বি-টাউন জুড়ে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes