jamdani

গরম, তাই উঠলেন বিমানের ডানায়

তুরষ্ক থেকে বিমান তখন ইউক্রেন-এর কিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি ছুঁয়েছে। সেই সময় এক মহিলা বিমানের আপৎকালীন দরজা খুলে ডানায় উঠে সেখানে হাঁটাহাঁটি শুরু করেন। বিমানের ভেতর নাকি ভীষণ গরম। হঠাৎ এই ঘটনায় কী করবেন বুঝে উঠতে পারছিলেন না কর্মীরা। অবশেষ ওই মহিলাকে নামিয়ে আনা হয় ডানার ওপর থেকে। এই ঘটনার জন্য তাঁকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে খবর। অর্থাৎ আগামী দিনে তিনি আর বিমানে উঠতে পারবেন না।
দুই সন্তান রয়েছে ওই মহিলার। তারাও মায়ের এই কাজে অবাক হয়ে যায়। ওই বিমানেরই আর এক যাত্রী জানিয়েছেন, ‘‌বিমান অবতরণের পরে সবাই প্রায় নেমে পড়েছিলেন। সেই সময় ওই মহিলা বিমানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপৎকালীন দরজা পর্যন্ত হেঁটে গিয়ে তারপর তা খুলে বাইরে বেরিয়ে যান। ওই মহিলার দুই সন্তান আমার পাশেই দাঁড়িয়েছিল। তারাও অবাক হয়ে বলতে থাকে, উনি আমাদের মা।’‌
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে বিমানের ডানায় হেঁটে বেড়াচ্ছেন ওই মহিলা। তাঁর দাবি, কিছুটা হাওয়া খাওয়ার জন্য সেখানে উঠে পড়েছিলেন তিনি।
ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, ‘‌বিমানের সুরক্ষা বিধি ও বিমানের ভিতরের নিয়ম কানুন ভেঙেছেন ওই মহিলা। তাই তাঁকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ উনি আর কোনওদিন বিমানে উঠতে পারবেন না।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes