jamdani

গরমে চুল সুন্দর রাখবেন কীভাবে?

গরমে ত্বক নিয়ে আমাদের যতটা না চিন্তা থাকে, তার চেয়ে চুল নিয়ে চিন্তা হয় বেশি। কারণ একে তো গরমের কারণে ঘাম জমে স্ক্যাল্পের বারোটা বেজে যায়, সেইসঙ্গে ধুলোবালি তো আছেই। তাই গরম এলেই চুলের আগাফাটা আর রুক্ষতা বেড়ে যায় দ্বিগুণ পরিমাণে।

এই সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকায় চুলও নেতিয়ে থাকে। কাজেই গরমের দিনগুলোতে চুলের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। জেনে নিন গরমে চুল ভালো রাখতে কী করবেন-

  • ত্বক ভালো রাখতে সানস্ক্রিন মাখেন তো? শুধু মুখে সানস্ক্রিন মাখলেই হবে না, একই যত্ন দরকার চুলের ক্ষেত্রেও। বাড়ির বাইরে পা দেওয়ার আগে চুলে আর স্ক্যাল্পে সানস্ক্রিন লাগিয়ে মাসাজ করে নিন।
  • গরমে খোলা চুল মানেই একরকম অস্বস্তি। তাই চুল বেঁধে রাখা ভালো। স্কার্ফ বা টুপিতে ঢেকে রাখুন চুল।
  • চুলে মাখুন নারিশিং শ্যাম্পু। নারকেল, শিয়া বাটার, অর্গান অয়েল-বেসড শ্যাম্পু চুলের পক্ষে ভালো। শ্যাম্পু ঠিকমতো লাগানোও সমানভাবে জরুরি। চুলে সরাসরি শ্যাম্পু লাগাবেন না। স্ক্যাল্পে ঘষে ফেনা করুন, তারপর সেই ফেনা চুলে লাগিয়ে ধুয়ে নিন। এতে অতিরিক্ত শ্যাম্পুতে চুল রুক্ষ হবে না।
  • অতিরিক্ত গরম আর ঘাম চুল এতটা চটচটে করে দেয় যে, প্রতিদিন শ্যাম্পু করতে ইচ্ছে করে। কিন্তু এতে চুল রুক্ষ হওয়া অবশ্যম্ভাবী।
  • সপ্তাহে তিনবারের বেশি কোনোভাবেই শ্যাম্পু করবেন না আর প্রতিবার কন্ডিশনার অবশ্যই লাগাবেন।
  • চুল ডিপ কন্ডিশনিং করতে কন্ডিশনারের বদলে হেয়ার মাস্ক লাগান। ঘরোয়া হেয়ার প্যাকও ব্যবহার করতে পারেন।
  • ডিম, দই আর মধু দিয়ে তৈরি হেয়ার প্যাক শুকনো বিবর্ণ চুলের জন্য খুব উপকারী।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes